Wednesday, May 15, 2024
দেশ

বাংলা-সহ ৬ রাজ্যে বর্ষার বলি ৫৩৭

নয়াদিল্লি: এখনও পর্যন্ত কমপক্ষে ৫৩৭ জন মানুষ বর্ষার বলি হয়েছেন। এরমধ্যে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা ১১৬।  শনিবার স্বরাষ্ট্র মন্ত্রকের ন্যাশনাল এমারজেন্সি রেসপন্স সেন্টারের (NERC) তরফে এই তথ্য জানানো হয়েছে।

NERC-র তথ্য অনুযায়ী, মহারাষ্ট্র, কেরল, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, গুজরাত ও অসম এই ছয় রাজ্যে গত কয়েকদিনে দুর্যোগের জেরে প্রাণ হারিয়েছেন ৫৩৭ জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এখানে ১৩৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এরপরেই আছে কেরল। সেখানে মৃতের সংখ্যা ১২৬। তৃতীয়ে আছে পশ্চিমবঙ্গ৷ এখানে ১১৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া উত্তরপ্রদেশ ৭০ জন, গুজরাটে ৫২ জন এবং অসমে ৩৪ প্রাণ হারিয়েছেন।

কেবলমাত্র অসমেই ১০ লাখ নাগরিক বন্যার জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে। এরমধ্যে প্রায় আড়াই লাখ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এছাড়া মহারাষ্ট্রের ২৬টি, পশ্চিমবঙ্গের ২২টি, অসমের ২১টি, কেরালার ১৪টি এবং গুজরাতের ১০টি জেলা ভারী বৃষ্টিপাতের জেরে জলমগ্ন অবস্থায় রয়েছে।

পশ্চিমবঙ্গে ১ লাখ ৬১ হাজার মানুষ ভারী বৃষ্টি ও বন্যার জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ৮টি বিপর্যয় মোকাবিলা দল পাঠানো হয়েছে।