Sunday, May 5, 2024
রাজ্য​

‘বিজেপিতে আছি, বিজেপিতেই থাকব,’ জল্পনা উড়িয়ে বললেন মুকুল রায়

কলকাতা: বঙ্গ বিজেপির অন্দরের দ্বন্দ্ব নিয়ে সম্প্রতি জোর জল্পনা চলছিল রাজ্য রাজনীতিতে। কিন্তু বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় সঙ্গে বৈঠক শেষে মুকুল রায় সাফ জানিয়ে দিলেন, আমি বিজেপিতে আছি৷ বিজেপিতেই থাকব৷ দলে কোনও বিভাজন নেই। নিজেদের স্বার্থে বিভিন্ন মহল তাদের দ্বন্দ্বের কথা রটাচ্ছে।

সমস্ত জল্পনা উড়িয়ে মঙ্গলবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের রাজারহাটের বাড়িতে সাংগঠনিক বৈঠকেও যোগ দেন মুকুল রায়৷ সাফ জানান, ২০২১ সালের বিধানসভা ভোটে রাজ্যে জোটবদ্ধ হয়েই লড়াই করবে বিজেপি। এটাই বাংলার মানুষের দাবি।

মুকুল রায় সাফ বলেন, আমাকে অনেক গুজব ছড়ানো হচ্ছে৷ কিন্তু আমি স্পষ্ট করে দিতে চাই, আমি বিজেপিতে আছি, বিজেপিতেই থাকব৷ তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কোনও প্রশ্নই নেই৷ বাংলায় যতদিন না গণতন্ত্র ফিরছে, ততদিন তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে৷

তবে হঠাৎ কেন বিজেপির বিভিন্ন কর্মসূচী এড়িয়ে গেলেন? এই প্রশ্নের জবাবে মুকুল রায় বলেন, বর্তমান অতিমারি করোনার মুখোমুখি আমরা সবাই৷ আমার ৬৫ বছর বয়স৷ গত ২০ বছর ধরে ইনসুলিন ইনজেকশন নিচ্ছি৷ আমার পক্ষে করোনাকে এড়িয়ে যাওয়া সহজ নয়৷

দিলীপ ঘোষের সঙ্গে সংঘাতের প্রসঙ্গে মুকুল রায় বলেন, এটা ঠিক নয়৷ বিষয় হল, যতদিন না করোনা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন আমাকে সতর্ক থাকতেই হবে৷ দিলীপ দাদা আমাদের দলের সভাপতি৷ উনি একজন সাংসদ এবং যোদ্ধা৷ আমি বিজেপিতেই আছি এবং তৃণমূলে যাচ্ছি না৷