Saturday, May 18, 2024
আন্তর্জাতিক

চিনে মসজিদ ভেঙে সুলভ শৌচালয়, চুপ কেন বিশ্বের মুসলিম দেশগুলি? জবাব দিলেন তসলিমা

কলকাতা: চিনে উইঘুর মুসলিমদের উপর অত্যাচারের কথা বিশ্ববাসীর কাছে অজানা নয়। তবে এবার সেই অত্যাচারের মাত্রা সবকিছুকে ছাপিয়ে গেল। এবার মসজিদ ভেঙে সেই জায়গায় সুলভ শৌচালয় বানালো চিন সরকার। এই ঘটনা প্রকাশ্যে এলেও চুপ বিশ্বের মুসলিম দেশগুলি। মুসলিম বিশ্ব ঘটনার প্রতিবাদ না করায় তাদের কাঠগড়ায় তুললেন লেখিকা তসলিমা নাসরিন।

টুইটে তসলিমা কটাক্ষের সুরে লিখেছেন, চিন উইঘুর মুসলিমদের উপর অত্যাচার চালাচ্ছে। কিন্তু কটা মুসলিম দেশ এর বিরোধিতা করছে? আসলে চিন মুসলিম দেশগুলিতে বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করে। তারা খুব ভালো করেই জানে, অর্থ ধর্মের থেকে অনেক বেশি জরুরি।

উল্লেখ্য, চিনের শিং জিয়ান (Xinjiang) প্রদেশের অতুলে শুনতাঘ গ্রামে টোকুল মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেয় চিন সরকার। মসজিদের জায়গাতেই তৈরি করা হয়েছে শৌচালয়। মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করতেই চিন সরকার এমন নক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে এবারই প্রথম নয়, এর আগেও সেখানে বহু মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে চিনের কমিউনিস্ট সরকার। শিং জিয়ানের তিনটির মধ্যে দুটি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। আশপাশের সব মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে চিনা প্রশাসন।