Saturday, May 18, 2024
ব্লগ

হিন্দুধর্মে গরুকে গোমাতা বলা হয় কেন?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: একটি শিশু যখন জন্মগ্রহণ করে, তখন তার জন্মদাত্রী মায়ের দুধ পান করে বেঁচে থাকে। ঠিক তেমন ভাবেই, মায়ের দুধ না পেলে তার বিকল্প হিসেবে গরুর দুধ খেয়ে একটি শিশু বেঁচে থাকতে পারে। তাই সনাতন ধর্মে গরুকে গোমাতা বলে সম্বোধন করা হয়। গরুর মল মুত্র, দধি, ঘৃত, ক্ষীর, এবং রোচনা অনেক প্রকার ঔষধি গুনে সম্পন্ন। একত্রে এই পাঁচটি পদার্থ কে পঞ্চগভ্য বলা হয়। শিশুর জন্ম, পূজা পার্বণ, বিবাহে, বা মৃতের আদ্যশ্রাদ্ধে, এবং নানান নিত্যকর্মে তা ব্যবহৃত হয়। সনাতন ধর্মের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে গোমাতা।

মা’কে জড়িয়ে ধরে আমাদের মন শীতল হয়, মায়ের কোলে মাথা রেখে আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। গোমাতাও যে আমাদের জীবনে এবং সমাজে যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেটা প্রমাণিত। তাই Animal Welfare Board, Animal Husbandry and Dairy, আর Ministry of Fisheries এর তরফে ১৪ই ফেব্রুয়ারি তারিখকে “গোমাতা আলিঙ্গন দিবস” হিসেবে পালনের ঘোষণা দেয়। যদিও বিতর্কের মুখে পরে ১৪ ফেব্রুয়ারি “গোমাতা আলিঙ্গন দিবস” ঘোষণাটি প্রত্যাহার করা হয়েছে।

তথ্যসূত্রঃ OpIndia