Sunday, May 19, 2024
Latestরাজ্য​

অষ্টমীতে প্রথম দেখা, অষ্টমীতেই পুজো মণ্ডপে বিয়ে সারলেন যুগল

হুগলি: মহাষ্টমীর সন্ধ্যায় প্রথম দেখা পুজো মণ্ডপে। তার আড়াই ঘণ্টার মধ্যেই অষ্টমীর রাতে মা দুর্গাকে সাক্ষী রেখে মালাবদল করলেন যুগল। গত রবিবার, ৬ অক্টোবর এ ভাবেই বিয়ে সারলেন হুগলির হিন্দ মোটরের যুবক সুদীপ ঘোষাল এবং শেওড়াফুলির প্রীতমা বন্দ্যোপাধ্যায়।

তবে জানা গেছে, তিন মাস আগে থেকে ভার্চুয়াল মাধ্যমে জমে ওঠে প্রেম। ফেসবুকের মেসেঞ্জারে কথা বার্তা। সেখান থেকেই মোবাইল নম্বরের আদানপ্রদান। হোয়াটসঅ্যাপে যোগাযোগ। জুলাই থেকে অক্টোবরের ৬ তারিখের আগে কেউ কখনও মুখোমুখি হননি একে অপরের। এরপর পরিকল্পনা করে অষ্টমীর দিন সন্তোষ মিত্র স্কোয়ারে হয় প্রথম সাক্ষাৎ। আর এই দিনই মা দুর্গাকে সাক্ষী রেখে সোজা ছাদনাতলা।

পুজো মণ্ডপে দেখা করার পর কেউ কাউকে ছেড়ে বাড়ি ফিরতে চায় না। কলকাতায় প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনা বাতিল করে সোজা হিন্দমোটর ফিরে আসেন তাঁরা। এরপর মন্ত্র-পুরোহিত ছাড়াই পাড়ার দুর্গা পুজো মণ্ডপে মা দুর্গার সামনে ঢাক বাজিয়ে চার হাত এক হয় তাঁদের। শুভ কাজে দেরি না করে পুজো মণ্ডপে প্রীতমার সিঁথিতে সিঁদুরও পরিয়ে দেন সুদীপ।

সুদীপ জানান, সেই প্রীতমাকে বিয়ের প্রস্তাব দেন। এরপর বন্ধুরা আর তাতে উৎসাহ জোগান দু’পক্ষের বন্ধুরা। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে মোটরবাইকে সোজা হিন্দ মোটর। রাত সাড়ে ১০টার মধ্যে যুগল হাজির পাড়ার মণ্ডপে। সেখানেই হয় মালাবদল।

জানা গিয়েছে, ছেলের পরিবার অবাক হলেও প্রীতমাকে দেখে খুশি হয়েছেন সুদীপের মা। বাবা-মা আদর করে বরণ করে নিয়েছেন প্রীতমাকে। স্নাতক হওয়ার পর বাড়ির কাছেই একটি বুটিক চালান প্রীতমা।