বাংলায় ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, উদাসীন ও নীরব একটা সরকার, জিয়াগঞ্জ-খুনে প্রতিক্রিয়া রাজ্যপালের
কলকাতা: মুর্শিদাবাদের জিয়াগঞ্জে একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে খুনের ঘটনায় ৭২ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও এখনও পর্যন্ত একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই খুনের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তাঁর কথায়, ঘটনার পর রাজ্য প্রশাসনের তরফে একটা বিবৃতি দেওয়া হল না। নীরবতাই বলে দিচ্ছে তদন্তের গতিপ্রকৃতি।
রাজ্যপাল বলেন, আমার বুক ফেটে যাচ্ছে। মুর্শিদাবাদে একটা ভয়ঙ্কর খুন হয়েছে। মানবিকতাকে লজ্জায় ফেলে দিয়েছে। শিক্ষক, তাঁর স্ত্রী ও ৮ বছরের ছেলেকে খুন করা হয়েছে। অথচ এমন ঘটনার পরও কোনও প্রতিক্রিয়া দেয়নি প্রশাসন। আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আবেদন করেছি, স্বচ্ছ তদন্ত করুন।
Jagdeep Dhankhar, West Bengal Guv on murder of a teacher-cum-RSS worker,his wife&child in Murshidabad: There has been no response from state machinery so far,this is a serious reflection on the situation in which we are living. I have spoken to the authorities & sought an update. pic.twitter.com/hG6LAXDwnE
— ANI (@ANI) October 10, 2019
বিজয়া দশমীতে জিয়াগঞ্জের ১৬ নম্বর ওয়ার্ডের লেবুবাগানের একই পরিবারের ৩ জনকে নৃশংসভাবে হত্যা করে দুষ্কৃতীরা। দিনের আলোয় বাড়িতে ঢুকে খুন করা হয় ৩৩ বছর বয়সী স্কুল শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, তাঁর ২৮ বছর বয়সী স্ত্রী বিউটি মণ্ডল পাল ও তাঁর ৬ বছরের ছেলে বন্ধুঅঙ্গন পালকে। বিউটি মণ্ডল অন্তঃসত্ত্বা ছিলেন।
রাজ্যপাল জগদীপ ধনকর বলেন, ভাবুন আমাদের কারও সঙ্গে ঘটনাটা ঘটলে! মানবিকতা আজ কোথায়? হিংস্র, ভয়ডরহীন হয়ে উঠেছে দুষ্কৃতীরা। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করা উচিতৎ। নীরবতাই বলে দিচ্ছে তদন্তের গতিপ্রকৃতি। এটা ঠিক নয়। আমরা মানবিকতা হারাতে পারি না।