Sunday, May 19, 2024
দেশ

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে করোনা যোদ্ধাদের আমন্ত্রণ জানানো হবে

নয়াদিল্লি: গত বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লায় প্রায় ১০ হাজার জন উপস্থিত ছিলেন। এবার করোনা তা বড়জোর ১,০০০ জন হতে পারে বলে সূত্রের খবর। কেন্দ্রের তরফে বলা হয়েছে, ৭৪তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মীদের মতো করোনা যোদ্ধাদের আমন্ত্রণ জানানো হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেশের সব রাজ্যের মুখ্যসচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, করোনা আবহে স্বাস্থ্য বিধি মেনে স্বাধীনতা দিবস পালন করতে হবে। সেজন্য যাবতীয় সুরক্ষাবিধি, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। রাজ্য, জেলা, ব্লক, মহকুমা, পঞ্চায়েত সব স্তরেই এই বিধি অনুসরণ করতে হবে।

জানা গিয়েছে, লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে। জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। দেওয়া হবে ২১ টি গান স্যালুট। তারপর জাতির উদ্দেশে ভাষণ দেবেন নমো। তাঁর ভাষণ শেষ হলেই জাতীয় সঙ্গীত বাজানো হবে। সবশেষে আকাশ ওড়ানো হবে তেরঙা বেলুন।

একইভাবে রাজ্যস্তরে মুখ্যমন্ত্রী, জেলাস্তরে মন্ত্রী বা কমিশনার বা জেলাশাসক, মহকুমা বা ব্লক স্তরে মন্ত্রী বা মহকুমা শাসক এবং পঞ্চায়েত স্তরে পঞ্চায়েত প্রধানকে জাতীয় পতাকা উত্তোলন করতে বলা হয়েছে। সকাল ৯ টার পর সেই অনুষ্ঠান শুরু করতে হবে। তবে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে বেশি জমায়েত করা যাবে না।