Saturday, May 4, 2024
দেশ

নতুন সংসদ ভবনে স্থাপন করা হবে ‘সেঙ্গল’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সেঙ্গল (রাজদণ্ড) প্রাচীন চোল সাম্রাজ্যের চিহ্ন। এর পিছনে একটি প্রাচীন ঐতিহ্য রয়েছে। সেঙ্গল শব্দের অর্থ সম্পদে সমৃদ্ধ এবং ঐতিহাসিক। সেঙ্গল ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই সেঙ্গল ব্রিটিশদের কাছ থেকে ক্ষমতা হস্তান্তরের প্রতীক হয়ে ওঠে। ১৯৪৭ সালে ক্ষমতা হস্তান্তরের সময় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ব্রিটিশদের কাছ থেকে সেঙ্গল গ্রহণ করেন। তবে এটি একটি হিন্দু ধর্মীয় চিহ্ন হওয়ায় এটিকে সংসদ ভবনে স্থাপন করা হয়নি। এলাহাবাদের জাদুঘরে পাঠিয়ে দেন নেহেরু।

২৮ মে, রবিবার নতুন সংসদ ভবনে এই সেঙ্গল স্থাপন করে ৭৫ বছরের সেই অপূর্ণ কাজ পূর্ণ করা হবে। অমিত শাহ বলেন, ‘নতুন সংসদ ভবন উদ্বোধনের সময়, তামিলনাড়ুর পণ্ডিতরা প্রধানমন্ত্রী মোদীর হাতে সেঙ্গল তুলে দেবেন। এটি সংসদে লোকসভা স্পিকারের আসনের কাছে স্থাপন করা হবে।’

উল্লেখ্য, সেঙ্গল শব্দের উৎপত্তি সংস্কৃত শব্দ শঙ্কু থেকে। যার অর্থ ‘শঙ্খ’। হিন্দু ধর্মে শঙ্খকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।