Sunday, May 19, 2024
Latestদেশ

ভারত মাতা কি জয়, ঢাকঢোল থেকে মিষ্টিমুখ, নাগরিকত্ব বিল পাশ হতেই উচ্ছ্বাসিত হিন্দু শরণার্থীরা

নয়াদিল্লি: লোকসভায় সোমবার মাঝরাতে পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। আইনে পরিণত বিলটি এখনও রাজ্যসভায় পাশ হতে হবে। এই বিলের উদ্দেশ্য হল- বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া।

সোমবার বিলটি ৩১১-৮০ ভোটের ব্যবধানে লোকসভায় পাশ হয়েছে। বুধবার দুপুর দুটো নাগাদ রাজ্যসভায় পেশ হবে। রাজ্যসভায় পাশ হলেই আইনে পরিণত হবে এটি। কংগ্রেস, মমতার তৃণমূল-সহ বিরোধীরা বিলের তীব্র বিরোধিতা করেছে। বিলের প্রতিবাদে অসম সহ দেশের উত্তর পূর্বাঞ্চল উত্তাল হয়ে উঠেছে। মঙ্গলবার নাগাল্যান্ড বাদে উত্তরপূর্বে ১১ ঘন্টার বনধ ডাকা হয়েছে।


এদিকে, বিলের সমর্থনে উল্লাস প্রকাশ করতে দেখা গিয়েছে দিল্লিতে বসবাসকারী পাকিস্তান থেকে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু শরণার্থীদের। শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার লক্ষ্য নিয়ে সীমান্ত লোক সংগঠনের সভাপতি হিন্দু সিং সোধা বলেন, আমাদের দাবিকে মেনে নেওয়ার জন্য মোদী সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।

পাঞ্জাবের অমৃতসরে পাকিস্তান থেকে আসা ৫২ বছর বয়সী শরণ সিং তাঁর স্ত্রী ও তিন সন্তান সহ অমৃতসরে থাকেন। তাঁরা এখনও ভারতীয় নাগরিকত্ব পাননি। শরণ সিং বলেন, আমি শুনেছি নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়েছে। আমরা যদি ভারতীয় নাগরিকত্ব পাই, তবে তা আমাদের জন্য হবে নতুন জন্ম।