Sunday, May 19, 2024
দেশ

করোনা মোকাবিলায় সকলকে ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখার অনুরোধ করলেন হেমা মালিনী

নয়াদিল্লি: করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্বজুড়ে কয়েকটি বিষয় বারবার মনে করিয়ে দেয়া হচ্ছে। যেমন বারবার হাত ধোয়া, মুখে স্পর্শ না করা, হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা। রবিবার বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ হেমা মালিনী দেশে লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় হেমা মালিনী বলেছেন, করোনা মোকাবিলায় দেশব্যাপী লকডাউন করা হয়েছে, তাই সবাই যথাযথ ভাবে লকডাউন মেনে চলুন। তিনি বলেন, বন্ধুরা, করোনা আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। দেখা গেছে, কিছু লোক লকডাউন মেনে চলছেন না।

হেমা মালিনী বলেন, আমরা যদি চাই লকডাউন আর না বাড়িয়ে তুলে নেওয়া হোক, তাহলে আমাদের সবাইকে যথাযথভাবে লকডাউন মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখুন। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। পাশাপাশি, তিনি সবাই মাস্ক পরতে অনুরোধ করেন।

হেমা মালিনী আরও বলেন, দয়া করে ফেস মাস্ক, রুমাল ব্যবহার করুন। মিডিয়াকর্মী, পুলিশ, চিকিৎসক- স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনকে করোনা যুদ্ধে সহযোগিতা করুন। আপনার গাফিলতি মনোভাব আপনাকে এবং আপনার পুরো পরিবারকে সমস্যায় ফেলতে পারে।