Sunday, May 19, 2024
দেশ

আগে মহারাষ্ট্র সামলান, উত্তরপ্রদেশ নিয়ে ভাবতে হবে না, শিবসেনাকে পাল্টা দিলেন যোগী

লখনউ: উত্তরপ্রদেশের বুলন্দশহরে মন্দিরের ভিতর দুই সাধুকে হত্যার ঘটনায় রাজ্যের বিজেপি সরকারকে খোঁচা দিয়েছিলেন মহারাষ্ট্রের শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। এবার শিবসেনা নেতাকে পাল্টা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার স্পষ্ট জানিয়ে দিলেন, আপনি আপনার নিজের রাজ্য সামলান, উত্তরপ্রদেশ নিয়ে আপনাকে ভাবতে হবে না।

উত্তরপ্রদেশের বুলন্দশহরে দুই সাধু খুনের ঘটনায় সঞ্জয় রাউত যোগীকে বলেছিলেন, পালঘরের মতো যেন বুলন্দশহরের ঘটনা নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি না করা হয়। জবাবে যোগী বলেন, সঞ্জয় রাউতজি সাধুদের নির্মম হত্যার বিষয়ে চিন্তা করাটা আপনার কাছে রাজনীতি মনে হয়? আপনার মতাদর্শ পাল্টে গিয়েছে! কুসংস্কারের রক্ত স্নান করা আপনার টিপ্পানি। নিঃসন্দেহে এটাই তুষ্টিকরণের প্রবেশদ্বার। ভেবে দেখুন কে রাজনীতি করছে ?


উল্লেখ্য, এর আগে মহারাষ্ট্রের পালঘরের সাধু হত্যার ঘটনায় যোগী আদিত্যনাথ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন কারণ পালঘরের সাধু নির্মোহী আখড়ার সঙ্গে জড়িত ছিলেন।

উত্তরপ্রদেশের বুলন্দশহরে এক মন্দিরে দুই সাধুকে খুনের ঘটনায় জড়িতকে গ্রেফতার করেছে পুলিশ। যোগী সরকার প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। পুলিশের জানিয়েছে, অপরাধী দুই সাধুকে হত্যার আগে মাদক সেবন করেছিলেন। পুলিশ সাফ জানিয়েছে, এই খুনের পিছনে সাম্প্রদায়িক কোনও কারণ নেই।