Monday, May 13, 2024
রাজ্য​

কয়লা পাচারকাণ্ডে এবার আইপিএস জ্ঞানবন্ত সিংকে তলব সিবিআইয়ের

কলকাতা: কয়লা পাচারকাণ্ডের (Coal Smuggling Case) তদন্তে এবার আইপিএস জ্ঞানবন্ত সিংকে (Gyanwant Singh) তলব করল সিবিআই (CBI)। ৪ মে নিজাম প্যালেসে তাকে হাজিরা দিতে বলে হয়েছে। এ বিষয়ে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

বর্তমানে রাজ্যের সিকিউরিটি ডিরেক্টর পদে কর্মরত আছেন জ্ঞানবন্ত সিং। আসানসোল-দুর্গাপুর অঞ্চলে কয়লাপাচারের ঘটনার সময় জ্ঞানবন্ত সিং আইজি পশ্চিমাঞ্চল পদে কর্মরত ছিলেন। সিবিআইয়ের দাবি, কয়লা পাচারকারীদের টাকা জ্ঞানবন্ত সিংয়ের কাছে পৌঁছেছিল কিনা, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

সিবিআই দাবি করেছে, কয়লা পাচারকাণ্ডের তদন্তে একাধিক সাক্ষী বয়ানে জ্ঞানবন্তের সঙ্গে পাচারকারীদের যোগ পাওয়া গিয়েছে। তাই এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, রাজ্যের বিধানসভা ভোট ঘোষণার আগে থেকে কয়লা ও গরু পাচারকাণ্ডের তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই। পশ্চিমবঙ্গ ও ভিন রাজ্যেও চলছে তল্লাশি। ইতিমধ্যেই কয়লাপাচারকাণ্ডে বেশ কয়েকজন পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।