Sunday, April 28, 2024
দেশ

গুজরাটের কোভিড-১৯ হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডে মৃত ১৮, শোকপ্রকাশ মোদীর

গান্ধীনগর: করোনায় সেকেন্ড ওয়েভে ভারতে ত্রাহি ত্রাহি রব। প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় নয়া নয়া রেকর্ড তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে ফের কোভিড হাসপাতালে (Covid Hospital) ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা। গুজরাটের ভারুচের (Gujarat’s Bharuch) একটি করোনা হাসপাতালে অগ্নিকান্ডে ১৮ রোগীর মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ ভারুচের প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালের কোভিড কেয়ার সেন্টারে আগুন লাগে। আইসিইউ থাকা ১৮ জন করোনা রোগী আগুনে দগ্ধ হয়ে মারা যান। ভারুচের পুলিশ সুপার জানিয়েছেন, আইসিইউ-তে শর্ট শার্কিট হয়েই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

সূত্রের খবর, অগ্নিকান্ডের সময় হাসপাতালে প্রায় ৭০ জন রোগী ভর্তি ছিলেন।  এই ঘটনার পর অন্য করোনা রোগীদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। দীর্ঘক্ষণের চেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।

এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারপিছু ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।