Sunday, May 19, 2024
দেশ

সাফল্য দেখাল ইসরো, GSAT6A স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ

শ্রীহরিকোটা: ইসরোর মুকুটে নয়া পালক। বৃহস্পতিবার শ্রীহরিকোটা থেকে উৎক্ষিপ্ত হল তাদের নয়া উপগ্রহ জিস্যাট-৬এ। তিন বছর আগে উৎক্ষিপ্ত উপগ্রহ জিস্যাট-৬-এর পরে তারই মতো আর একটি উপগ্রহ উৎক্ষেপণ করল ইসরো। এই উপগ্রহকে দেশীয় প্রযুক্তিতে তৈরি সবচেয়ে শক্তিশালী উপগ্রহ বলা হচ্ছে। এই উপগ্রহ উৎক্ষেপণের ফলে দেশের সুরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আরও সুবিধা হবে বলে জানা গিয়েছে।

এদিন বিকাল ৪টা ৫৬ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চপ্যাড থেকে জিএসএলভি-এফ০৮ রকেটটি উৎক্ষেপিত হয়। প্রায় ১৭ মিনিট পর, নির্দিষ্ট কক্ষপথে অত্যন্ত সাফল্যের সঙ্গেই জিস্যাট-৬এ উপগ্রহকে প্রতিস্থাপন করা হয়।

জানা যাচ্ছে, এই উপগ্রহের ওজন ২০৬৬ কেজি। বানাতে খরচ পড়েছে প্রায় ২৭০ কোটি টাকা। জিএসএলভি রকেটে করে এই উপগ্রহটি আজ উৎক্ষিপ্ত হল। এই রকেটে ব্যবহৃত হয়েছে একটি নতুন ইঞ্জিন, যার নাম ‘বিকাশ ইঞ্জিন’। যদি এই মিশন পুরোপুরি সফল হয়, তাহলে একই রকমের রকেট ভারতের চন্দ্রাভিযানের সময়েও ব্যবহৃত হবে।

ইসরোর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লেখেন, স্বদেশীয় ক্রায়োজেনিক ইঞ্জিন সহ জিএসএলভি-এফ০৮ এর সফল উৎক্ষেপণে ইসরো সহ সকল সত্ত্বাধিকারীদের অভিনন্দন।