Monday, May 6, 2024
দেশ

মমতা প্রধানমন্ত্রী হলে আমাকে ভারত ছাড়া করবে : তসলিমা নাসরিন

মুক্তচিন্তা, লিঙ্গসমতা, ধর্মনিরপেক্ষ মানবতাবাদ ও মানবাধিকার বিষয়ে লেখনীর জন্য ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীদের রোষানলে পড়ে ও হত্যার হুমকি পেয়ে ১৯৯৪ সালে মাতৃভূমি বাংলাদেশ ত্যাগে বাধ্য হন তসলিমা নাসরিন। এবার এই নারীবাদী লেখিকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে ফের বিষোদ্গার করেছেন। টুইটারে তিনি বলেন, “মমতা প্রধানমন্ত্রী হলে আমাকে দেশছাড়া করবেন।”

টুইটারে তসলিমা নাসরিন মমতার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “তার বই প্রকাশ এবং তার লেখা নিয়ে মেগা সিরিয়ালের প্রচার মুখ্যমন্ত্রী নিষিদ্ধ করে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর রোষানলে পড়ার ভয়েই পশ্চিমবঙ্গের প্রকাশক-সম্পাদকরা এখন তার লেখা ছাপতে ভয় পান।”

অভিযোগে তসলিমা নাসরিন আরও বলেন, “পশ্চিমবঙ্গে আমার লেখা ছাপা হয় না। কোনো সম্পাদক, প্রকাশক আমার লেখা ছাপতে ভয় পান। কারণ, আমার বই ছাপলে মুখ্যমন্ত্রী তাদের জীবন অতিষ্ঠ করে দেবেন। উনি আমার বই প্রকাশ ও আমার লেখা নিয়ে মেগা সিরিয়াল নিষিদ্ধ করে দিয়েছেন।”

কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পছন্দ করেন না, তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন টুইটারে। তার কথায় মুসলিমরা তাকে ঘৃণা করে না, কিছু ধর্মান্ধ মানুষ তাকে ঘৃণা করে। নিজের সংখ্যালঘু ভোটব্যাংককে অটুট রাখতেই মমতা তাকে অপছন্দ করেন বলে অভিযোগ করেন তসলিমা।”