Sunday, May 19, 2024
জীবনযাপন

ফেসবুকে ছড়িয়ে পড়া গুজব BFF

‘আপনার Facebook আইডি নিরাপদ কিনা?? BFF লিখে কমেন্ট করে দেখুন, যার BFF লেখা সবুজ হবে তার আইডি নিরাপদ। যাদের BFF লেখাটি সবুজ হচ্ছেনা, তারা অতি শিগ্রই পাসওয়ার্ড বদলে ফেলুন। আর BFF লেখাটিতে আঙ্গুলের হালকা চাপ লাগালে তা’ দু’টো হাতের তালু বাঁকিয়ে বাঁকিয়ে অনেকটা সাপের মতো হয়ে উপরের দিকে উঠে যায় কিনা তা’ও পরীক্ষা করে দেখুন করে দেখে নিতে পারেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এমন একটি বার্তা ছড়িয়ে পড়েছে। এর সাথে জুড়ে দেয়া হয়েছে একটি ছবি। ইংরেজিতে ছড়ানো বার্তাটি হচ্ছে এরকম– “Mark Zuckerberg, CEO of Facebook, invented the word BFF. To make sure your account is safe on Facebook, type BFF in a comment. If it appears green, your account is protected.
If it does not appear in green, change your password immediately because it may be hacked by someone.
Lets do it try it !!!”

বাস্তবে এই বার্তাটি গুজব। BFF লেখার সাথে ফেসবুক আইডি হ্যাক হওয়া বা পাসওয়ার্ড চুরি হওয়ার কোনো সম্পর্ক নেই। ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের ছবি ব্যবহার করে অনেকে বার্তাটি ছড়ালেও জুকারবার্গ বা ফেসবুকের পক্ষ থেকে এমন কোনো বার্তা কোথাও প্রকাশ করা হয়নি।

মূল বিষয়টি হচ্ছে, ফেসবুক বিভিন্ন ভাষায় নির্দিষ্ট কিছু শব্দ বা শব্দ সংক্ষেপকে (Keyword) বিশেষ মর্যাদা দিয়ে থাকে, এবং ওই শব্দগুলো ফেসবুকের কোনো পোস্ট বা কমেন্টে টাইপ করলে একেক শব্দের জন্য একেক ধরনের ‘এনিমেশন’ দেখানো হয়।

BFF এর মতো আরও অনেক শব্দ রঙ্গীন হয়, যেমনঃ-
best wishes – shows two Pams, bff – shows high five, bisous – shows love, hongera – shows balloons, xoxo – shows love, Congrats – shows balloons, congratulations – shows balloons, you’re the best – shows star, you got this – shows thumb’s upTouch every word