Tuesday, May 21, 2024
দেশ

পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করলো ভারত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করলো ভারত সরকার। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর এই শুল্ক বহাল থাকবে। শনিবার এমনটাই জানিয়েছে ভারতের অর্থ মন্ত্রণালয়। 

জানা গেছে, অভ্যন্তরীণ বাজারে ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশে ভালো পরিমাণ পেঁয়াজ মজুত রয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘ সময় ধরে অত্যধিক গরমের কারণে বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। যার ফলে বাজারে পেঁয়াজের দাম বাড়ছে।

ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজ নষ্ট হওয়ার পাশাপাশি মূল্যস্ফীতির কারণেও জিনিসপত্রের দাম বাড়ছে।