মোদীর সম্মানে ফোটানো হলো পদ্মের নয়া প্রজাতি, নাম রাখা হয়েছে ‘নমো ১০৮’
কলকাতা ট্রিবিউন ডেস্ক: জাতীয় উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট একটি নতুন জাতের পদ্ম ফুল ফুটিয়েছে। শনিবার নতুন প্রজাতির এই পদ্মের উন্মোচন করেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং। লখনউতে এক অনুষ্ঠানে এই পদ্ম সকলের সামনে নিয়ে আসা হয়। বলা হয়েছে, এই পদ্মে ১০৮টি পাপড়ি রয়েছে।
ভারতের জাতীয় ফুল পদ্ম। এছাড়া বিজেপির নির্বাচনী প্রতীকও পদ্ম। এছাড়া ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের লোগোও পদ্ম। সবমিলিয়ে ভারতীয় পদ্ম ফুল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
জানা গেছে, লখনউ ভিত্তিক জাতীয় উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট নতুন প্রজাতির এই পদ্মফুল ফুটিয়েছে। এই ফুলটির নাম রাখা হয়েছে ‘নমো ১০৮’। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উৎসর্গ করা হয়েছে।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরলস উদ্যম এবং সহজাত সৌন্দর্যের প্রতিফলন নয়া প্রজাতির এই পদ্ম ফুল। প্রধানমন্ত্রী হিসেবে মোদীর মেয়াদের দশম বছরে এটি তাঁকে উপহার হিসেবে দেওয়া হচ্ছে। পদ্ম ফুল এবং ১০৮ সংখ্যার ধর্মীয় বিশেষ গুরুত্ব রয়েছে। তাই এই ফুলের প্রজাতি বেশ গুরুত্বপূর্ণ।’