Sunday, May 19, 2024
দেশ

দেশের ৭২ তম স্বাধীনতা দিবসে ‘ইন্ডিয়ান ট্রাক আর্ট’-এ শুভেচ্ছা জানাল গুগল

নয়াদিল্লি: দেশের ৭২তম স্বাধীনতা দিবস উদযাপনে মেতে উঠেছে গোটা দেশ ৷ রাজধানীর রাজপথে চলছে কুচকাওয়াজ ৷ বুধবার সকালে রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানাল গুগলও। এদিনের গুগল ডুডল-টি করা হয়েছে ভারতীয় ‘ট্রাক আর্ট’-এ অনুকরণে। ডুডলটিতে ভারতীয়ত্বের অভাব নেই। বাঘ, হাতি, ময়ূর, পদ্ম, আম, লেবু-লঙ্কার সৌভাগ্য চিহ্ন সবই তুলে ধরা হয়েছে এই ট্রাক আর্ট অনুপ্রাণিত ডুডলে।

বৈচিত্রের মধ্যে ঐক্য। ভারতীয় সংস্কৃতির অন্যতম বৈশিষ্ঠ্য। কাশ্মীর থেকে কন্যাকুমারী। নানা ভাষা, নানা মত, নানা পরিধানের দেশের মধ্যেও রয়েছে ঐতিহ্য। এই সুবিশাল ভারতে হাজারো ভাষা, রীতি, খাদ্যাভ্যাস থাকা স্বত্ত্বেও রয়েছে ঐক্যবোধ। সেই ঐক্যবোধের প্রতিচ্ছবিই উঠে এসেছে গুগল ডুডলে।

ডুডলে ব্য়বহৃত আইকনগুলি ট্রাক আর্টে প্রায়শয়ই দেখা যায়। ভারতীয়ত্বের সঙ্গেও এই আইকনগুলির ওতোপ্রোত সম্পর্ক রয়েছে। বাঘ – ভারতের জাতায় প্রাণী, ময়ূর – ভারতের জাতীয় পাখি, পদ্ম – ভারতের জাতীয় ফুল। এছাড়া আছে হাতি, যা ভারতের প্রায় সকল জঙ্গলেই দেখা যায়। হাতি নিয়ে যুদ্ধ করা যায় তাও বিশ্বকে প্রথম দেখিয়েছিলেন ভারতীয় রাজারাই। আছে আমের ছবি। গরমকালে যেই ফল ভারতে প্রচুর পরিমাণে হয়, এবং যার খ্যাতি গোটা বিশ্বে রয়েছে। আর লেবু-লঙ্কা সুতোয় বেঁধে ঝুলিয়ে রাখা হয় সৌভাগ্যেলাভের জন্য।

ডুডলটি সম্পর্কে গুগলের তরফ থেকে জানানো হয়েছে, ‘বুধবারের ডুডল ভারতের বেশ কিছু আইকনিক উদ্ভিদ ও প্রাণীর ছবিতে সম্বৃদ্ধ। এটি ভারতীয় ট্রাক শিল্পের দ্বারা অনুপ্রাণিত। এই শিল্প এই চার মিলিয়ন বর্গ কিলোমিটারের দেশের দীর্ঘকালের ঐতিহ্য। ট্রাক চালকেরা যখন কাজের সূত্রে তাঁদের পরিবারের থেকে কয়েক মাস ধরে দূরে রাস্তায় রাস্তায় কাটায় তখন এই চিত্তাকর্ষক লোকশিল্প থাকে তাদের চারপাশে, তাদের মন জুড়ে থাকে।’