Tuesday, May 7, 2024
দেশ

বড়সড় ধাক্কা খেল আম আদমি পার্টি, দল ছাড়লেন আশুতোষ

নয়াদিল্লি: বড়সড় ধাক্কা খেল আম আদমি পার্টি (আপ)। দল ছাড়লেন আপ নেতা আশুতোষ। ব্যক্তিগত কারণ দেখিয়েই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। ২০১৪ সালে সাংবাদিকতা ছেড়ে আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি। আশুতোষ তাঁর পদত্যাগপত্র আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে পাঠিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অবশ্য ট্যুইট করে জানিয়েছেন, তাঁরা ইস্তফা গ্রহণ করবেন না।

দল ছেড়ে যাওয়া প্রসঙ্গে একাধিক ট্যুইট করেছেন তিনি। ট্যুইটে আশুতোষ লিখেছেন, ‘সব যাত্রারই সমাপ্তি রয়েছে। আপের সঙ্গে সুন্দর ও বৈপ্লবিক সম্পর্ক শেষ হল। আমি দল থেকে ইস্তফা দিলাম। সেই ইস্তফা গ্রহণের জন্য আমি পিএসি-র কাছে আর্জি জানাচ্ছি। একান্ত ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছি। দল এবং যাঁরা আমাকে সমর্থন করেছেন, তাঁদের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি’।

এদিকে, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তিনি আশুতোষের ইস্তফাপত্র গ্রহণ করতে পারবেন না। ট্যুইট করে তিনি জানিয়েছেন, তোমার ইস্তফা কীভাবে নেব। এই জীবনে তা নিতে পারব না।

প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরে দলের সঙ্গে এই নেতার সম্পর্কে প্রভাব পড়ে। আম আদমি পার্টিতে তাঁর সক্রিয়তা না দেখিয়ে নিজেকে তিনি দূরে সরিয়ে রাখেন বলেও জল্পনা রাজনৈতিক মহলে। বর্তমানে তিনি তাঁর পরবর্তী বই নিয়ে কাজ করছেন যা আগামী অক্টোবরেই প্রকাশ পেতে পারে।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে দিল্লির চাঁদনি চক থেকে আম আদমি পার্টির হয়ে লড়েছিলেন আশুতোষ। কিন্তু বিজেপি প্রার্থী বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধনের কাছে হেরে যান তিনি। তার পর থেকে বরাবরই প্রচারের বাইরেই থাকার চেষ্টা করেছেন এই আপ নেতা।