Friday, April 26, 2024
জীবনযাপন

ChatGPT-কে টেক্কা দিতে আসছে গুগলের ‘Bard’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এই মূহুর্তে চ্যাটজিপিটির জনপ্রিয়তা আকাশছোঁয়া। যার কারণে গুগল সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছিল। তবে চ্যাটজিপিটিকে টেক্কা দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে গুগল বার্ড (Bard) নিয়ে আসতে চলেছে। এই এআই সেবা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অনেক জটিল প্রশ্নের উত্তর দিতে পারবে। গুগল নিজের সার্চ ইঞ্জিনে নতুন এক এআই সেবা যুক্ত করবে বলে জানা গেছে।

গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে বার্ড (বিএআরডি) নামের এক এআই সেবা নিয়ে আসছে গুগল। আপাতত ব্যবহারকারীদের মতামত নেওয়ার জন্য তা বাজারে ছাড়া হবে।

সুন্দর পিচাই বলেছেন, গুগল তার সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করবে, যা অনেক জটিল প্রশ্নের উত্তর দিতে পারবে। যেমন গিটার নাকি পিয়ানো বাজানো সহজ—এমন প্রশ্নের উত্তরও দেবে গুগলের নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তা বার্ড। যদিও বর্তমানে গুগল সার্চ ইঞ্জিন শুধু সংশ্লিষ্ট বিষয়ে বিরাজমান নানা টেক্সট বিভিন্ন উৎস থেকে খুঁজে বের করে হাজির করে।

উল্লেখ্য, চ্যাটজিপিটি হল কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক টুল। এটি মানুষের মতো কথা বলে, মানুষের মতো আচরণ করে, মানুষকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে সাহায্য করে। যেকোনো বিষয়ে টিপস পাওয়া যায় এই অ্যাপে। তাই অনেকেই একে ভার্চুয়াল এনসাইক্লোপিডিয়া বলছে।

এবার এআইয়ের জগতে নাম লেখাতে চলেছে গুগলও। গুগলের দাবি, ‘বার্ড’ সবকিছু ছাপিয়ে যাবে।