Tuesday, May 7, 2024
খেলা

জোর করে ভারতের সোনাজয়ী হিন্দু ব্যাডমিন্টন তারকাকেও হিজাব পরতে বাধ্য করল ইরান

কলকাতা ট্রিবিউন ডেস্ক: হিজাব ইস্যুতে উত্তাল ইরান। ইতিমধ্যেই হিজাবের বিরুদ্ধে প্রতিবাদ করা শত শত বিদ্রোহীকে মৃত্যুদণ্ড দিয়েছি দেশটি। এবার ভারতীয় খেলোয়াড়ের সঙ্গে চরম অসভ্যতামি করলো ইরান।

ব্যাডমিন্টনে গতবারের খেতাবজয়ীকে হারিয়ে সোনা জিতেছেন ভারতের তানিয়া হেমন্থ। কিন্তু পদক অনুষ্ঠানে তাঁকে ঢুকতে গেলে হিজাব পরতে হবে।

ইরানে টুর্নামেন্ট আয়োজকদের সাফ বক্তব্য, হিন্দু হলেও হিজাব পরতেই হবে। এমনই ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী থাকলেন ভারতের প্রতিভাবান খেলোয়াড়। শেষে হিজাবে মাথা ঢেকে পদক গ্রহণ করেন ১৯ বছরের তানিয়া।

ইরান ফজির ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নেন তানিয়া। পরপর প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে ফাইনালে সোনার পদক জিতে নেন তিনি।‌ এরপরেই ঘটে বিপত্তি।

টুর্নামেন্টের আয়োজকরা সাফ জানান, হিজাব পরতেই হবে। তাই বাধ্য হয়ে হিজাব পরে সোনার পদক গ্রহণ করেন তানিয়া। – OP India