Wednesday, May 15, 2024
কলকাতা

যারা প্যান্ডেল সামলাতে পারে না, তারা বাংলা সামলাবে কী করে: অভিষেক

কলকাতা: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে অভিষেক বার্তা দিলেন, ২০১৯, বিজেপি ফিনিশ। মেদিনীপুরে নরেন্দ্র মোদীর সভা সম্পর্কে বলেন, যারা প্যান্ডেল সামলাতে পারে না তারা বাংলা কী সামলাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি ২০১৮-য় প্যান্ডেল ভেঙেছে ২০১৯-এ সরকার ভাঙবে।

বিজেপিকে আক্রমণের সময় অভিষেক সিবিআই এবং ইডি ইস্যু নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, আগামীদিনে আমাদের লক্ষ্য ২০১৯, বিজেপি ফিনিশ। রাজ্যে ৪২টি লোকসভা আসনের মধ্যে আমরা ৪২টিতেই জিতব। যারা ভাবছে ধমকে চমকে সিবিআই, ইডি দিয়ে আমাদের ভয় দেখাবে তাদের বলি তোমাদের সিবিআই, ইডিকে তৃণমূল কংগ্রেসের কাঁচকলা করেছে। আগামীদিনেও কাঁচকলা করবে।

মোদীর সভাকে কটাক্ষ করে তিনি আরও বলেন, “কিছুদিন আগে রাজ্যে এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি কৃষক সমাবেশ করে গেছেন। সেখানে একটি কৃষককেও অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি।”

তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, আমরা প্রতি বছর এই সভায় আসি দিকনির্দেশিকা নেব বলে। রাজনৈতিক কর্মী হিসেবে উপস্থিত হয়ে থাকি। তৃণমূলের কী কর্মসূচি হবে, নেত্রীর থেকে তার দিকনির্দেশ নেব বলে মুখিয়ে থাকি।