Sunday, May 19, 2024
সম্পাদকীয়

মা কালীর ১০৮ নাম

কালী বা কালিকা হলেন একজন হিন্দু দেবী। তার অন্য নাম শ্যামা বা আদ্যাশক্তি। প্রধানত শাক্ত সম্প্রদায় কালীপুজা করে থাকে। তন্ত্র অনুসারে কালী দশমহাবিদ্যার প্রথম দেবী। শাক্তমতে কালী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। বাঙালি হিন্দু সমাজে কালীর মাতৃরূপের পূজা বিশেষ জনপ্রিয়।

‘কালী’ শব্দটি ‘কাল’ শব্দের স্ত্রীলিঙ্গ। এই শব্দের অর্থ ‘কৃষ্ণ’ (কালো) বা ‘ঘোর বর্ণ’। হিন্দু মহাকাব্য মহাভারত-এ যে ভদ্রকালীর উল্লেখ আছে, তা দেবী দুর্গারই (পার্বতী)একটি রূপ। মহাভারতে ‘কালরাত্রি’ বা ‘কালী’ নামে আরও এক দেবীর উল্লেখ পাওয়া যায়। ইনি যুদ্ধে নিহত যোদ্ধৃবর্গ ও পশুদের আত্মা বহন করেন। আবার হরিবংশ গ্রন্থে কালী নামে এক দানবীর উল্লেখ পাওয়া যায়। ‘কাল’ শব্দের দুটি অর্থ রয়েছে: ‘নির্ধারিত সময়’ ও ‘মৃত্যু’। কিন্তু দেবী প্রসঙ্গে এই শব্দের মানে “সময়ের থেকে উচ্চতর”। সমোচ্চারিত শব্দ ‘কালো’র সঙ্গে এর কোনো সম্পর্ক না থাকলেও, সংস্কৃত সাহিত্যের বিশিষ্ট গবেষক টমাস কবার্নের মতে, ‘কালী’ শব্দটি ‘কৃষ্ণবর্ণ’ বোঝানোর জন্যও ব্যবহৃত হতে পারে। প্রকৃত অর্থে কাল(সময়) কে কলন(রচনা) করেন যিনি তিনিই (কাল+ঈ) কালী।

এক নজরে পড়ে নিন মা কালীর ১০৮ নাম:

১. সতী।

২. সাধ্বী।

৩. ভবপ্রীতা।

৪. ভবানী।

৫. ভবমোচনী।

৬. আর্য্যা।

৭. দুর্গা।

৮. জয়া।

৯. আদ্যা।

১০. ত্রিনেত্রা।

১১. শূলধারিণী।

১২. পিনাকধারিণী।

১৩. চিত্রা।

১৪. চন্দ্রঘণ্টা।

১৫. মহাতপা।

১৬. মনঃ।

১৭. বুদ্ধি।

১৮. অহঙ্কারা।

১৯. চিত্তরূপা।

২০. চিতা।

২১. চিতি।

২২. সর্বমন্ত্রময়ী।

২৩. নিত্যা।

২৪. সত্যানন্দস্বরূপিণী।

২৫. অনন্তা।

২৬. ভাবিনী।

২৭. ভাব্যা।

২৮. ভব্যা।

২৯. অভব্যা।

৩০. সদাগতি।

৩১. শাম্ভবী।

৩২. দেবমাতা।

৩৩. চিন্তা।

৩৪. রত্নপ্রিয়া।

৩৫. সর্ববিদ্যা।

৩৬. দক্ষকন্যা।

৩৭. দক্ষযজ্ঞবিনাশিনী।

৩৮. অপর্ণা।

৩৯. অনেকবর্ণা।

৪০. পাটলা।

৪১. পাটলাবতী।

৪২. পট্টাম্বরপরিধানা।

৪৩. কলমঞ্জীররঞ্জিনী।

৪৪. অমেয়বিক্রমা

৪৫. ক্রূরা

৪৬. সুন্দরী

৪৭. সুরসুন্দরী

৪৮. বনদুর্গা

৪৯. মাতঙ্গী।

৫০. মতঙ্গমুনিপূজিতা।

৫১. ব্রাহ্মী।

৫২. মাহেশ্বরী।

৫৩. ঐন্দ্রী।

৫৪. কৌমারী।

৫৫. বৈষ্ণবী।

৫৬. চামুণ্ডা।

৫৭. বারাহী।

৫৮. লক্ষ্মী।

৫৯. পুরুষাকৃতি।

৬০. বিমলা।

৬১. উৎকর্ষিণী।

৬২. জ্ঞানা।

৬৩. ক্রিয়া।

৬৪. সত্যা।

৬৫. বুদ্ধিদা।

৬৬. বহুলা।

৬৭. বহুলপ্রেমা।

৬৮. সর্ববাহনবাহনা।

৬৯. নিশুম্ভনিশুম্ভহননী।

৭০. মহিষাসুরমর্দিনী।

৭১. মধুকৈটভহন্ত্রী।

৭২. চণ্ডমুণ্ডবিনাশিনী।

৭৩. সর্বাসুরবিনাশা।

৭৪. সর্বদানবঘাতিনী।

৭৫. সর্বশাস্ত্রময়ী।

৭৬. সত্যা।

৭৭. সর্বাস্ত্রধারিণী।

৭৮. অনেকশস্ত্রহস্তা।

৭৯. নেকাস্ত্রধারিণী।

৮০. কুমারী।

৮১. কন্যা।

৮২. কৈশোরী।

৮৩. যুবতী।

৮৪. যতি।

৮৫. অপ্রৌঢ়া।

৮৬. প্রৌঢ়া।

৮৭. বৃদ্ধমাতা।

৮৮. বলপ্রদা।

৮৯. মহোদরী।

৯০. মুক্তকেশী।

৯১. ঘোররূপা।

৯২. মহাবলা।

৯৩. অগ্নিজ্বালা।

৯৪. রৌদ্রমুখী।

৯৫. কালরাত্রি।

৯৬. তপস্বিনী।

৯৭. নারায়ণী।

৯৮. ভদ্রকালী।

৯৯. বিষ্ণুমায়া।

১০০. জলোদরী।

১০১. শিবদূতী।

১০২. করালী।

১০৩. অনন্তা।

১০৪. পরমেশ্বরী।

১০৫. শ্মশান কালী।

১০৬. সাবিত্রী।

১০৭. প্রত্যক্ষা।

১০৮. ব্রহ্মবাদিনী।