Friday, April 26, 2024
দেশ

গোয়ায় এগিয়ে বিজেপি, খাতা খুলতে পারলো না মমতার তৃণমূল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ভোট গণনা চলছে আজ। সর্বশেষ খবর অনুযায়ী, গোয়ায় ১৯টি এগিয়ে রয়েছে বিজেপি। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এগিয়ে রয়েছে ১১টি আসনে। ৩টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূলের জোট সঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (এমজিপি)। তবে এখনো পর্যন্ত কোন আসনে এগিয়ে নেই তৃণমূল। অর্থাৎ গোয়া থেকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে তৃণমূলকে।

৪০ আসনের গোয়া বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। বিজেপি এগিয়ে রয়েছে ১৯ টি আসনে, আম আদমি পার্টি এগিয়ে রয়েছে ২টি আসনে, গোয়া ফরওয়ার্ড পার্টি এগিয়ে রয়েছে একটি আসনে, নির্দল প্রার্থীরা এগিয়ে রয়েছেন ৩টি আসনে, কংগ্রেস এগিয়ে রয়েছে ১১ টি আসনে। তৃণমূলের জোট সঙ্গী গোমন্তক পার্টি এগিয়ে রয়েছেন ৩টি আসনে। Revolutionary Goans Party এগিয়ে রয়েছে ১টি আসনে।

এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে, তৃণমূলের জোট সঙ্গী গোমন্তক পার্টি যে পক্ষের হাত ধরবে তারাই গোয়ায় সরকার গঠন করবে। নির্দল প্রার্থীরাও সরকার গঠনের ক্ষেত্রে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, সরকার গঠনের ক্ষেত্রে বিজেপি বিরোধীরা একজোট হতে পারে।

উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের সঙ্গে জোট গঠনের আগ্রহ দেখিয়েছে কংগ্রেস। তাই নির্দল প্রার্থীরা বিজেপির থাকলেও তৃণমূল যে কংগ্রেসের দিকে ঝুকে থাকবে সে কথা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, ২০১৭ সালের বিধানসভা ভোটে গোয়ায় ১৭টি আসন পেয়েছিল কংগ্রেস। বিজেপি পেয়েছিল ১৩টি আসন। কিন্তু কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন ১০ বিধায়ক। ফলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গোয়ায় সরকার গঠন করে বিজেপি।