Friday, March 29, 2024
দেশ

মোদীর পরে যোগীই প্রধানমন্ত্রী পদপ্রার্থী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে বিরাট জয় পেল বিজেপি। নির্বাচন কমিশনের দেওয়া রিপোর্ট অনুযায়ী, এখনো পর্যন্ত উত্তরপ্রদেশে ২৪৬ আসনে এগিয়ে গেরুয়া শিবির। ট্রেন্ড অনুযায়ী উত্তরপ্রদেশে ৩০০ আসন পার করতে পারে বিজেপি। বিজেপির নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে ১২৪ টি আসনে।

মায়াবতীর বিএসপি এগিয়ে রয়েছে দুটি আসনে। অন্যদিকে, কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র ১টি আসনে। আপনা দল ১১টি, রাষ্ট্রীয় লোকদল এগিয়ে রয়েছে ৯টি আসনে এবং অন্যান্যরা এগিয়ে রয়েছে ৮টি আসনে।

উত্তরপ্রদেশে বিজেপির উত্থান দেখে যোগী আদিত্যনাথের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। ‘হিন্দুত্বের পোস্টার বয়’ বলে খ্যাত যোগী আদিত্যনাথ গোরক্ষপুর থেকে ৫ বারের সাংসদ। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, তাঁর আমলে উত্তরপ্রদেশে শিল্প এবং কর্মসংস্থান বেড়েছে। বিদেশি বিভিন্ন কোম্পানি রাজ্যে এসেছে। নিন্দুকেরাও মেনে নিয়েছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আমলে উত্তরপ্রদেশে অপরাধ কমেছে।

৭০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন যোগী আদিত্যনাথ। ১৯৫২ সালের পর থেকে উত্তরপ্রদেশে পরপর ২ বার কেউ মুখ্যমন্ত্রী পদে বসতে পারেনি। দ্বিতীয় বার জয়ের পরে যোগী আদিত্যনাথকে পার্লামেন্টারি কমিটিতে শামিল করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের অন্দরে দাবি উঠেছে, নরেন্দ্র মোদীর পরবর্তী অমিত শাহ কিংবা অন্য কেউ নয়, প্রধানমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথকেই প্রার্থী করা হোক।

উল্লেখ্য, সমীক্ষায় একাধিকবার দেশের সবথেকে জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথের নাম উঠে এসেছে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরে বিজেপি সবথেকে জনপ্রিয় মুখ যোগী আদিত্যনাথই।