Friday, April 19, 2024
দেশ

উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর, গোয়ায় এগিয়ে বিজেপি; একমাত্র পাঞ্জাবে এগিয়ে আপ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মোদী ম্যাজিকের কাছে ধরাশায়ী হয়ে গেল বিরোধীরা। আজ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হচ্ছে। আর একমাত্র পাঞ্জাব ছাড়া উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর, গোয়ায় এগিয়ে গেরুয়া শিবির।

  • উত্তরপ্রদেশে বিজেপি ২৭১, সপা ১২৩, বিএসপি ৩, কংগ্রেস ৩, আপ ০ এবং অন্যান্যরা ৩ আসনে এগিয়ে।
  • উত্তরাখণ্ডে বিজেপি ৪১, কংগ্রেস ২৬ এবং অন্যান্যরা ৩টি আসনে এগিয়ে।
  • মণিপুরে বিজেপি ৩২, কংগ্রেস ৬ এবং অন্যান্যরা ২২ টি আসনে এগিয়ে রয়েছে।
  • গোয়ায় বিজেপি ১৮, কংগ্রেস ১২, তৃণমূল ৪, আপ ২ ও অন্যান্যরা ৪ আসনে এগিয়ে।
  • পাঞ্জাবে আপ ৯১, কংগ্রেস ১৭, বিজেপি ২, SAD+ ৬ এবং বাকিরা ১ আসনে এগিয়ে।

এদিকে ভোট গণনায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির কাছে পিছিয়ে থাকায় পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন নবজ্যোত সিং সিধু। পদত্যাগ করতে পারেন বিদায়ী মুখ্যমন্ত্রী চরণঞ্জিৎ সিং চন্নি। আপের এই জয়ে জনতা বলেছেন, ‘এই পরিবর্তনের প্রয়োজন ছিল।’

বাকি চার রাজ্যে বিজেপি এগিয়ে রয়েছে। তবে সম্পূর্ণ ফলাফল পেতে এখনও অনেকটা সময় বাকি। এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিম এবং ট্রেন্ডের বন্যা বইছে। কংগ্রেসের ধুয়েমুছে সাফ হয়ে যাওয়া নিয়ে চলছে নানা রকম মশকরা।