লিটার প্রতি ৬ থেকে ৭ টাকা পর্যন্ত কমতে পারে পেট্রোল ডিজেলের দাম!
নয়াদিল্লি: লাগাতার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর এবার শুরু হয়েছে দাম কমার প্রক্রিয়া। গত ১৫ দিনে পেট্রোল-ডিজেলের দাম কমেছে লিটার প্রতি প্রায় ৩ টাকা। তবে এখানেই শেষ নয় রয়েছে আরও দাম কমার সম্ভাবনা। আগামী ১৫ দিনে পেট্রোল আরও ৪ টাকা পর্যন্ত সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার দিল্লিতে পেট্রোলের দাম ২০ পয়সা কমে প্রতি লিটার ৭৯.৫৫ টাকা। এবং ডিজেলের দাম ৭ পয়সা কমে লিটার প্রতি ৭৩.৭৮ টাকা। মুম্বাইয়ে ২০ পয়সা কমেছে পেট্রোলের দাম এবং ৮ পয়সা কমেছে ডিজেলের দাম। মুম্বাইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম, যথাক্রমে ৮৫.০৪ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ৭৭.৩২ টাকা প্রতি লিটার (ডিজেল)। কলকাতায় এক ধাক্কায় ২০ পয়সা কমেছে পেট্রোলের দাম। কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটারে ৮১.৪৩ টাকা। ডিজেলের দাম ৭ পয়সা কমে হয়েছে ৭৫.৬৩ টাকা।
Petrol & diesel prices in #Delhi today are Rs 79.55 per litre (decrease by Rs 0.20) & Rs 73.78 per litre (decrease by Rs 0.07),respectively. Petrol & diesel prices in #Mumbai today are Rs 85.04 per litre(decrease by Rs 0.20) &Rs 77.32 per litre (decrease by Rs 0.08), respectively pic.twitter.com/YPLiifxBMg
— ANI (@ANI) 30 October 2018
জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েল অনেকটাই সস্তা হয়েছে। অন্যদিকে ডলারের নিরিখে টাকার দরও এখন বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর জেরে পেট্রোল ৬-৭ টাকার পর্যন্ত সস্তা হতে পারে। রাজধানী দিল্লিতে গত ১৩ দিনে পেট্রোল ৩.২৯ টাকা ও ডিজেল ১.৯২ টাকা লিটার প্রতি সস্তা হয়েছে।
কেডিয়া কমোডিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অজয় কেডিয়া জানিয়েছেন, সৌদি আরবে ক্রুড অয়েলের সাপ্লাই বৃদ্ধি পাওয়ায় দাম অনেকটাই পড়ে গিয়েছে জ্বালানির দাম। যেখানে গত ৩ অক্টোবর ক্রুড অয়েল প্রতি ব্যারেলে ৮৬.৭৪ ডলার ছিল। সেখানে এখন ১৩ শতাংশ কমে প্রতি ব্যারেলে দাম হয়েছে ৭৬ ডলার।
অজয় কেডিয়া জানান, ক্রুড অয়েলের দাম ৭০ ডলার প্রতি ব্যারেল পর্যন্তকমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ডলারের তুলনায় টাকার দাম ৭২.৫০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পেট্রোল-ডিজেলের দাম আরও কমতে পারে।