Saturday, July 27, 2024
আন্তর্জাতিক

মুসলিম দেশ আলজেরিয়ায় বোরকা নিষিদ্ধ

আলজিয়ার্স: কর্মস্থলে বোরকা নিষিদ্ধ করে পরিপত্র জারি করেছে আফ্রিকার মুসলিম দেশ আলজেরিয়া। কর্মস্থলে বোরকা পরা নিষিদ্ধ করে পরিপত্র জারি করেছে দেশটির প্রধানমন্ত্রী আহমেদ ওয়াহিয়া।

জারি করা ওই পরিপত্রে বলা হয়, কর্মক্ষেত্রে কর্মীর পরিচয় নিশ্চিত করতে অবশ্যই তাঁর মুখমণ্ডল অনাবৃত রাখা আবশ্যক। এ কারণে কর্মস্থলে নারীদের বোরকা বা নেকাব পরিধান করে মুখ ঢেকে রাখা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে ডেনমার্ক, ফ্রান্স, বুলগেরিয়া ও লাৎভিয়াসহ বিভিন্ন ইউরোপীয় দেশে বোরকা নিষিদ্ধ করা হলেও এই প্রথম কোনও মুসলিম দেশে বোরকা নিষিদ্ধ করা হল।

সরকারি এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করছে ইসলামি এ দেশটির জনগণ। এর আগে পরীক্ষার হলে ছাত্রীদের বোরকা নিষিদ্ধ করে আলজেরিয়ার সরকার। গত ১৮ অক্টোবর কর্মস্থলে বোরকা নিষিদ্ধ করে সরকারি আদেশ জারি করা হয়।