Friday, May 3, 2024
দেশ

তাজমহল প্রদর্শনে তিন ঘণ্টার বেশি নয়

আগ্রা: তাজমহল প্রদর্শনে পর্যটকদের জন্য সময় বেঁধে দেয়া হচ্ছে। তিন ঘণ্টার বেশি কোনো পর্যটক তাজমহলের ভেতরে থাকতে পারবেন না। এ ছাড়া অনলাইনে কাটা টিকেটেও সময় উল্লেখ করে নিতে হবে প্রবেশের সময়।

নিয়মটি চালু হবে আগামী ১লা এপ্রিল থেকেই। আগ্রার আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (এএসআই) সুপারিনটেনডিং আর্কিওলজিস্ট ভুবন বিক্রম সিং বলেন, পর্যটকদের প্রবেশ টিকিটেই সময়ের উল্লেখ থাকবে। সেই নির্ধারিত সময়ের মধ্যে তাদেরকে তাজমহল চত্বর থেকে বেরিয়ে আসতে হবে।

তবে একেবারেই যে কেউ তিন ঘণ্টার চেয়ে বেশি সময় থাকতে পারবে না তা নয়। কেউ যদি এর অতিরিক্ত সময় থাকতে চায় তাহলে গুনতে হবে বাড়তি টাকা। তাজমহল পরিদর্শনের জন্য ভারতীয় নাগরিকদের জন্য ৪০ রুপি এবং বিদেশি পর্যটকদের জন্য ১০০০ রুপির টিকেট কাটতে হয়। তবে মূল সমাধিতে যেতে বাড়তি কোন অর্থ লাগবে না বলে ভুবনবিক্রম জানান। এর জন্য বাড়তি ২০০ রুপি অতিরিক্ত দিতে হবে বলে যে সংবাদ বের হয় তা নাকোচ করে দেন তিনি।