Monday, May 6, 2024
দেশ

মোবাইলে ব্যস্ত নার্স, রোগীর মৃত্যু

কান্দি, ২৬ মার্চ : বিনা চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ উঠল। মৃতের নাম বসিরুদ্দিন আহমেদ। তিনি ভরতপুর থানার ডাঙাপাড়া গ্রামের বাসিন্দা। দুপুরে বুকে যন্ত্রণা শুরু হয় বসিরুদ্দিনের। নিয়ে যাওয়া হয় ভরতপুর হাসপাতালে। অবস্থার অবনতি হলে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবারের অভিযোগ, হাসপাতালে কোনও চিকিৎসা হয়নি। নার্সরা মোবাইলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ করতে ব্যস্ত ছিলেন। দুপুর দেড়টা নাগাদ বসিরুদ্দিনের মৃত্যু হয়। বসিরুদ্দিনের মৃত্যুতে উত্তেজিত হয়ে পড়ে পরিবার পরিজন। হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে আসে কান্দি থানার পুলিশ।

মৃতের ভাইপো সাইফুল ইসলাম বলেন, “কাকাকে যখন নিয়ে গেলাম, শ্বাসকষ্টে হাঁসফাঁস করছিল। দু’জন নার্স এক জন হেসে হেসে কতা বলতেই ব্যাস্ত অন্য জন বোধয় হোয়াটসঅ্যাপ করছিলেন। অক্সিজেন দিতে বললেও সাড়াই দেননি।’’

তবে, অভিযোগ পেয়ে তৎপর হয়েছে হাসপাতাল। কান্দি মহকুমা হাসপাতালের সুপার মহেন্দ্র মাণ্ডি বলেন, “তিন জন চিকিৎসককে নিয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গড়া হয়েছে। ঠিক-ভুল দেখতে তো হবেই।’’ তবে, তিনি জানান, ওই রোগীকে যে সময়ে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তাতে ওঁর অবস্থা বিশেষ ভালো ছিল না।