Sunday, May 19, 2024
দেশ

মন্দির চত্বরে ‘আমিষ’ ডেলিভারি না করায় চাকরি থেকে বরখাস্ত, সেই ডেলিভারি বয়কে সম্মানিত করলো মন্দির কর্তৃপক্ষ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মন্দির প্রাঙ্গনের মধ্যে আমিষ সরবরাহ করতে অস্বীকার করায় ডেলিভারি বয়কে চাকরি থেকে বরখাস্ত করেছিল কর্তৃপক্ষ। সেই ডেলিভারি বয়কে সম্মানিত করলো মন্দির কর্তৃপক্ষ।

জানা গেছে, গত ১ মার্চ দিল্লির মারঘাট বাবা হনুমান মন্দির প্রাঙ্গনে আমিষ খাদ্য ডেলিভারি করতে অস্বীকার করে পাঞ্চাল। এই অপরাধে তাকে চাকরি থেকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। এই ঘটনায় ওই যুবককে অভিনন্দন জানিয়েছে।

ডেলিভারি বয় পাঞ্চাল জানায়, মন্দির চত্বরে আমিষ খাবারের অর্ডার পৌঁছে দেওয়ার মতো ‘অধার্মিক’ নন তিনি। তবে ওই যুবকের আইডি বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন খাবার সরবরাহকারী ওই সংস্থা। সাময়িক বরখাস্ত করা হয়েছে ওই যুবককে।

১ মার্চ মারঘাট বাবা হনুমান মন্দির চত্বরে এক দোকানের মালিক খাবার সরবরাহকারী সুইগি অ্যাপের মাধ্যমে একটি রেস্তোরাঁ থেকে মাটন কোর্মা এবং নান অর্ডার করেছিলেন। পাঞ্চাল অর্ডার পৌছে দিতে অপারগতা প্রকাশ করেন। কারণ ডেলিভারি লোকেশন মন্দির চত্বরের মধ্যে ছিল।

এই ঘটনায় সোশ্যাল মিডিয়াজুড়ে #boycottswiggy ট্রেন্ড করছে। ওই ডেলিভারি বয়কে চাকরি থেকে বহিষ্কার করায় সুইগি (swiggy) বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা।

তথ্যসূত্র: OP India