Saturday, April 27, 2024
দেশ

ভারতীয় সেনার গোলন্দাজ বাহিনীতেও এবার যোগ দিতে পারবেন মহিলা জওয়ানরা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এতদিন ভারতীয় সেনার গোলন্দাজ বাহিনীতে কেবলমাত্র পুরুষ সেনা জওয়ানরাই যুক্ত হতে পারতেন। কিন্তু এবার থেকে মহিলা জওয়ানরাও সুযোগ পাবেন। এপ্রিল মাসেই সেনা অ্যাকাডেমির প্রশিক্ষণ সম্পূর্ণ হবে মহিলা জওয়ানদের। প্রশিক্ষণ পর্ব মিটলেই বেশ কয়েকজন মহিলা জওয়ান যোগ দেবেন গোলন্দাজ বাহিনীতে।

জানা গেছে, যেসকল মহিলা জওয়ান প্রশিক্ষণ নিচ্ছেন তাঁরা ভারতীয় বায়ুসেনার নিরাপত্তা ও বিমানের প্রযুক্তির ক্ষেত্রে কাজ করেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে গোলন্দাজ বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য চিহ্নিত করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারির শুরুতেই সেনাবাহিনী জানিয়েছিল, এবার গোলন্দাজ বাহিনীতেও মহিলা জওয়ানদের নিয়োগ করা হবে। এ বিষয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কাছে অনুমোদন চাওয়া হয়েছে। ওই প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্তক।

প্রসঙ্গত, বর্তমানে ভারতীয় সেনায় মহিলাদের যুদ্ধক্ষেত্রে পাঠানোর অনুমতি নেই। তবে সহযোগী গোলন্দাজ বাহিনীতে নারীদের অন্তর্ভুক্তির চূড়ান্ত হয়েছে।