Saturday, April 20, 2024
আন্তর্জাতিক

আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের তান্ডব, গ্রেফতার অন্তত ৩৫০ ফিলিস্তিনি মুসল্লি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: জেরুজালেমের আল-আকসা মসজিদের ভেতরে সংঘর্ষের পর ইসরায়েলি পুলিশ ৩৫০ জনেরও বেশি ফিলিস্তিনি মুসল্লিকে গ্রেফতার করেছে। ইসরায়েলের কর্মকর্তারা বলছেন, সংঘর্ষের সময় তাদেরকে লক্ষ্য করে পাথর ও আতশবাজি ছোড়া হয়েছে।

ফিলিস্তিনিরা বলছে, তাদের ওপর পুলিশ স্টান গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এই সংঘর্ষের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, ইসরায়েলি পুলিশ লোকজনকে লাঠি দিয়ে পেটাচ্ছে।


ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলছে, সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে এবং তারা বলছে যে আহত লোকজনকে চিকিৎসা দিতে পুলিশ বাধা দিয়েছে। ডাক্তারদেরকে তারা ভেতরে যেতে দেয়নি।


ফিলিস্তিনে সর্বশেষ এই সহিংসতার ঘটনা এমন সময়ে ঘটল যখন মুসলিমরা রমজান মাস এবং ইহুদিরা পাসওভার হলিডে পালন করছে।

এবছরের শুরু থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই সময়ে ৯০ জনেরও বেশি ফিলিস্তিনি এবং ১৫ জন ইসরায়েলি নিহত হয়েছে।

উল্লেখ্য, আল-আকসা এলাকাটি মুসলিম এবং ইহুদি – উভয়ের কাছেই গুরুত্বপূর্ণ পবিত্র স্থান হিসেবে বিবেচিত। ঐতিহাসিকভাবেও এটি বিবাদের ইস্যু। উভয়পক্ষই এটিকে নিজেদের বলে দাবি করে। মুসলিমদের জন্য এই মসজিদ তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান।