Sunday, May 19, 2024
রাজ্য​

শিক্ষাক্ষেত্রে অন্যায় হয়েছে, আমরা অত্যন্ত লজ্জিত: ফিরহাদ হাকিম

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এসএসসি দুর্নীতি, প্রাইমারি টেট দুর্নীতি সহ শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতি নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গ। শিক্ষাক্ষেত্রে এমন দুর্নীতি মনে হয় পশ্চিমবঙ্গের ইতিহাসে বিরল! সীমাহীন দুর্নীতির কথা এদিন স্বীকার করে নিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। রবিবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, ‘শিক্ষাক্ষেত্রে যা হয়েছে, তাতে আমরা অত্যন্ত লজ্জিত। অন্যায় হয়েছে।’

পাশাপাশি, আন্দোলনরত চাকরিপ্রার্থীদের আশ্বাসে দিয়ে ফিরহাদ হাকিম বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। তিনি ন্যায়ের পক্ষে। নিশ্চিতভাবে যোগ্য প্রার্থীরা সকলে চাকরি পাবেন।”

এদিকে, শুক্রবার হাওড়ায় বন্দে ভারত এক্সপ্রেস এর উদ্বোধনী অনুষ্ঠানে জয় শ্রী রাম ধ্বনি নিয়ে বিজেপিকে কটাক্ষ করে ফিরহাদ বলেন, ‘রাস্তায় দাঁড়িয়ে যেখানে সেখানে যারা জয় শ্রী রাম বলে, তারা আসলে ছ্যাবলামি করে। শ্রীরামচন্দ্রকে শ্রদ্ধা-সম্মান জানাতে হলে মন্দিরে গিয়ে শুদ্ধাচারে তাঁর নাম নেওয়া উচিত। পুজোর ঘরে শ্রীরামচন্দ্রের নাম নেওয়া উচিত।’

আসন্ন পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনে বিজেপিকে ভাবার কিছু নেই বলেন ফিরহাদ। তিনি বলেন, ‘বিজেপি এর আগেও ইস বার দু’শো পার বলেছিল। শেষ পর্যন্ত ওরা পগার পার হয়ে গিয়েছিল। ওদের নিয়ে ভাবার কোনও কারণ নেই। প্রতিটি নির্বাচনের আগেই ৪০-৫০ টা করে সভা করে ওরা। তৃণমূল সারা বছর মানুষের পাশে থাকে, মানুষের হয়ে কাজ করে। তাই মানুষই ফের তৃণমূলকেই বেছে নেবে।’