Sunday, April 28, 2024
দেশ

মোদীর রাজ্য গুজরাটে মাস্ক না পরলে ১০০০ টাকা জরিমানা

আহমেদাবাদ: করোনার সংক্রমণ বেড়েই চলেছে। এখনও পর্যন্ত কার্যকরী প্রতিষেধক তৈরি না হওয়ায় সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরা অত্যন্ত জরুরী। তবুও বহু লোককেই মাস্ক ছাড়া রাস্তায় দেখা যায়। তাই মাস্ক পরা বাধ্যতামূলক করল গুজরাট। মাস্ক পরা নিশ্চিত করতে জরিমানার পরিমাণ বাড়ালো মোদীর রাজ্য। এতদিন গুজরাটে মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা দিতে হত। এবার তা বাড়িয়ে করা হল ১,০০০ টাকা।

রাজ্য সরকারের সাফ বলা হয়েছে, জনসমক্ষে মাস্ক না পরলে ১,০০০ টাকা জরিমানা করা হবে। রাজ্যে ব্যাপকহারে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিল প্রশাসন। নয়া এই নির্দেশে মানুষ বাধ্যতামূলকভাবে মাস্ক পরবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী বিজয় রুপানির সরকার।

উল্লেখ্য, গত মাসেই গুজরাট হাইকোর্ট মাস্ক পরা সম্পর্কিত একটি নির্দেশ জারি করেছিল রাজ্য সরকারের জন্য। যেখানে রাজ্যকে বলা হয়েছিল, কেউ যদি মাস্ক না পরে জনসমক্ষে আসলে তাদের থেকে ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়। সেই মতো এবার এই নির্দেশনা জারি করল রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী বিজয় রুপানি জানিয়েছেন, আদালতের নির্দেশানুসারে ১১ আগস্ট থেকে জনসমক্ষে মাস্ক না পরলে ১০০০ টাকা জরিমানা করা হবে। এসংক্রমণ এড়াতে রাজ্যবাসীকে সকল প্রকার উৎসব থেকে দূরে থাকার আবেদন জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, জন্মাষ্টমী গুজরাটের অন্যতম প্রধান উৎসব। তবে এবার রাজ্যবাসীকে ঘরে থেকেই তা পালন করার আহ্বান জানালেন বিজয় রুপানি।