Monday, May 13, 2024
দেশ

বিজেপির হিন্দুত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন ওয়াইসি

নয়াদিল্লি: অযোধ্যায় রাম মন্দির ইস্যুতে বরাবরই আপত্তি জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM) প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। তিনি অভিযোগ, রাম মন্দিরের ভূমিপুজোয় যোগদান করে ধর্মনিরপেক্ষতা লঙ্ঘন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াইসির বক্তব্যের তীব্র নিয়ে সমালোচনা করেছে গেরুয়া শিবির। বিজেপির দাবি, সুপ্রিম কোর্টের রায়ও কি মানতে রাজি নন ওয়াইসি?

শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি বলেছেন, পাকিস্তান চলে যাক ওয়াইসি। দয়া করে ভারতীয় মুসলিমদের শান্তিতে থাকতে দিন। হিন্দুদের রাম মন্দির নির্মাণের দাবি দীর্ঘদিনের। তাঁদের দাবি যুক্তিসঙ্গত। সুপ্রিম কোর্টের নির্দেশেই রাম মন্দিরের নির্মাণ শুরু হয়েছে। তাই এই বিষয়টি নিয়ে সাম্প্রদায়িক হিংসায় উসকানি দেওয়া থেকে বিরত থাকুক ওয়াইসি।

এদিকে, রাম মন্দির ইস্যুতে ফের নতুন করে বিজেপিকে কটাক্ষ করলেন ওয়াইসি। টুইটে ধর্মনিরপেক্ষ দলগুলিকে একজোট হয়ে বিজেপির হিন্দুত্ববাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

টুইটে ওয়াইসি লিখেছেন, ধর্মনিরপক্ষ দলগুলি একদিকে পুরোপুরি মুসলিম-বিরোধী অবস্থান নিতে পারে না, অন্যদিকে আমাদের সম্পূর্ণ সততা এবং সমর্থন আশা করে। সর্বপ্রথম ওদের বিজেপির হিন্দুত্বের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিজেপির রণনীতিকে সক্রিয়ভাবে চ্যালেঞ্জ জানাতে হবে। গোরক্ষকদের কথাও এদিন তুলে ধরেন ওয়াইসি। টুইটে তিনি বলেন, গোরক্ষকদের তান্ডবে দেশের মুসলিম সমাজ ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েছে।