Sunday, May 12, 2024
দেশ

অযোধ্যায় রাম মন্দির তৈরি হলে সপরিবারে পুজো দিতে যাব: দেব

কলকাতা: গত ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন করা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ দেব। তিনি বলেছিলেন, বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে রাম মন্দির নির্মাণ নাকি ভ্যাকসিন তৈরি কোনটা বেশি প্রয়োজন। এই বিষয়ে একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করলেও বলে দেবে।

এই মন্তব্যের পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোল করা হয়। এরপর সম্প্রতি ফেসবুক আড্ডায় দেব সাফ জানালেন, অযোধ্যায় রাম মন্দির তৈরি হলে তিনি সপরিবারে পুজো দিতে যাবেন।

দেব বলেন, রাম মন্দির নির্মাণ হওয়ায় তাঁর কোনও আপত্তি নেই। বরং রাম মন্দিরের জন্য একজন হিন্দু হিসেবে তিনি গর্ববোধ করছেন। তাঁর কথায়, বিশ্বের প্রতিটি দেশই উপাসনার জন্য বড় বড় মন্দির, মসজিদ তৈরি করা হচ্ছে। তাহলে ভারতই বা বাকি থাকবে কেন? তিনি জানান, রাম মন্দির নির্মাণের আনন্দে বহু মানুষ যেভাবে এক জায়গায় জমায়েত করছেন তাতে করোনা ছড়াতে পারে।

তবে দেবের চটজলদি এহেন ভোল বদল মেনে নিতে পারছেন না অভিনেতার নিন্দুকরা। ব্যাপারটা নেটিজেনদের একাংশের কাছে ভালো ঠেকছে না। তাদের বক্তব্য, পরিস্থিতি বেগতিক দেখে সুর বদল করেছেন দেব। এ প্রসঙ্গে দেবের বক্তব্য, দেশের মানুষের জন্য কি কাজ করছি সেটাই বড় কথা, কে কি নিয়ে ট্রোল করছেন তাতে কিছু যায় আসে না।

উল্লেখ্য, লকডাউনে নেপাল, রাশিয়া, দুবাইয়ে আটকে পড়েছিল বহু মানুষ। তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন দেব। সম্প্রতি বাংলাদেশ থেকেও প্রায় ২,০০০ জনকে ফিরিয়ে এনেছেন অভিনেতা দেব।