Friday, December 13, 2024
দেশ

কাশ্মীরে জঙ্গি নিকেশ করলো ভারতীয় সেনাবাহিনী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের উত্তপ্ত উপত্যকা। সপ্তাহের প্রথম দিনেই সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত কাশ্মীরের গালি সোহাবের চাসনা। পুলিশ এবং সেনার যৌথ অভিযানে খতম ১ জঙ্গিকে। 

সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের জেরে এক পুলিশ কর্মী আহত হয়েছেন বলেও খবর। পাশাপাশি, ওই এলাকায় এখনও আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তল্লাশি করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর থেকে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ শীর্ষ সম্মেলন। তার আগে যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক ভূমিকায় সেনা জওয়ানরা।