Wednesday, November 19, 2025
আন্তর্জাতিক

একদিনে ২ লাখ কোটি টাকার বেশি রোজগার করলেন ইলোন মাস্ক

নিউইয়র্ক: নতুন মাইলফলক স্পর্শ করলেন ইলোন মাস্ক (Elon Musk)। মাত্র একদিনে ২৫ বিলিয়ন ডলার (২ লাখ কোটি টাকা) রোজগার করলেন তিনি। মঙ্গলবার টেসলা ইনকর্পোরেটেডের (Tesla Inc.) শেয়ারের দাম এক লাফে বেড়েছে ২০ শতাংশ। বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোসের (Jeff Bezos) সঙ্গে ক্রমশ দূরত্ব কমিয়ে ফেলছেন মাস্ক।

মঙ্গলবার সংস্থার শেয়ারের দাম বাড়ার ফলে টেসলার প্রতিষ্ঠাতা ইলোন মাস্কের সম্পত্তির পরিমাণ দাঁড়াল প্রায় ১৭ হাজার ৪০০ কোটি ডলার। অর্থাৎ সাড়ে ১২ লাখ কোটি টাকার বেশি।

মঙ্গলবার জেফ বেজোসের অ্যামাজন ডট কম ইনকর্পোরেটেড এবং চিনা সংস্থা পিনডুওডুওর শেয়ারের দামও বৃদ্ধি পেয়েছে। যার ফলে ফের উর্ধ্বমুখী হয়েছে শেয়ার সূচক।

এই মুহূর্তে জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৭৯.৯ বিলিয়ন। অন্যদিকে, ইলোন মাস্কের ১৭৪.১ বিলিয়ন।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বিশ্বের শীর্ষ ধনী হওয়ার জন্য বেজোসের সঙ্গে লড়াই চালাচ্ছেন মাস্ক। জানুয়ারিতে ব্লুমবার্গ ওয়েলথ ইনডেক্স (Bloomberg Billionaires Index) অনুযায়ী, বিশ্বের শীর্ষ ধনীতম ব্যক্তি হন মাস্ক। যদিও পরে তাঁকে পেছনে ফেলে ফের শীর্ষস্থান দখল করে নেন বেজোস।

প্রসঙ্গত বলে রাখি, ভারতে বিনিয়োগ করতে চলেছে মাস্কের সংস্থা টেসলা। ভারতে বিনিয়োগ করার জন্য ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করেছে মাস্কের সংস্থা। চলতি বছরের মাঝামাঝি ভারতে কাজ শুরু করবে তাঁরা।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।