Monday, November 17, 2025
দেশ

দেশবাসীকে শিবরাত্রির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি: আজ বৃহস্পতিবার মহা শিবরাত্রি (Maha Shivratri 2021)। আজকের দিনে লাখ লাখ মহিলা শিবরাত্রি পালন করে থাকেন। পুরাণে আছে, এ দিনেই শিবকে স্বপ্নে পেয়েছিলেন পার্বতী। আর এই দিনেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। বছরে শিবরাত্রির সংখ্যা ১২টি। তবে ফাল্গুনের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী বা চতুর্দশীর রাত্রিটাই সবচেয়ে পবিত্র বলে গণ্য হয়।

শিবরাত্রি উপলক্ষ্যে দেশবাসীকে শিবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi )। এদিন সকালে নিজের টুইটার অ্যাকাউন্টে দেশবাসীর জন্য শুভেচ্ছাবার্তা লিখেছেন, মহা শিবরাত্রি উপলক্ষে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।

কথিত আছে শিব নাকি উমাকে বলেছিলেন, এই তিথি পালন করলে সমস্ত পাপের ফল থেকে নিষ্কৃতি মিলবে এবং মোক্ষলাভ হবে। অনেকের বিশ্বাস, শিবরাত্রিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে সত্যি সত্যিই শক্তি বাড়ে। পুরাণ মতে, ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশীতে কালকূট বিষ পান করে মহাদেব সৃষ্টি রক্ষা করেছিলেন বলে এই দিনটিতে মহাশিবরাত্রি পালন করা হয়।

পুরাণে আরও কথিত আছে, এক সময় ব্রহ্মা ও বিষ্ণু নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে কে আগে আগুনের শেষ খুঁজে বের করতে পারে, সেই প্রতিযোগিতায় নামেন। কিন্তু কেউই তা করতে সক্ষম হননি। তখন মহাদেব শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন এবং ব্রহ্মা ও বিষ্ণু প্রথম তাঁর পুজো করেন। সে দিন ছিল ফাল্গুনের কৃষ্ণ চতুর্দশী। এই দিনেই নাকি শিবের রুদ্ররূপও প্রকাশ পায়।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।