Wednesday, November 19, 2025
দেশ

করোনার টিকা নিলেন মোদীর মা, টুইট করে জানালেন প্রধানমন্ত্রী

গান্ধীনগর: করোনার টিকার (COVID-19 Vaccine) প্রথম ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মা হীরাবেন মোদী (Heeraben Modi)। বৃহস্পতিবার গান্ধীনগরের একটি হাসপাতাল থেকে করোনার টিকা নেন তিনি। টুইট করে ১০১ বছর বয়সী মায়ের টিকাগ্রহণের খবর জানিয়েছেন মোদী। হীরাবেন মোদী ১৯২০ সালে জন্মগ্রহণ করেন।

টুইটে মোদী লিখেছেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমার মা আজ করোনার টিকার প্রথম ডোজ নিলেন। আমি সবাইকে বলব, টিকা নিন। অন্যকেও নিতে উৎসাহিত করুন।

উল্লেখ্য, এর আগে ১ মার্চ করোনার টিকা নেন মোদী। সেই ছবি টুইটারে পোস্ট করে লিখেছিলেন, AIIMS থেকে করোনার টিকার প্রথম ডোজ নিয়েছি। করোনার বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে আরও শক্তিশালী করার জন্য আমাদের চিকিৎসকরা এবং বিজ্ঞানীরা যেভাবে পরিশ্রম করে চলেছেন, তা উল্লেখযোগ্য।

দেশব্যাপী গত ১৬ জানুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। গতকাল অবধি দেশে টিকা নিয়েছেন ১৩,১৭,৩৫৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, এখন পর্যন্ত করোনার ভ্যাকসিনের প্রায় ২,৫২,৮৯,৬৯৩ কোটি ডোজ দেওয়া হয়েছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।