কলকাতা থেকে গ্রেপ্তার নীরব মোদী ঘনিষ্ট ব্যবসায়ী
কলকাতা: এবার নীরব মোদী কাণ্ডে বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার গভীর রাতে কলকাতা বিমানবন্দর থেকে মেহুল চোকসির সহকারী দীপক কৃষ্ণ রাও কুলকার্নিকে গ্রেপ্তার করল ইডির তদন্তকারী আধিকারিকরা। ধৃত কৃষ্ণরাও সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।
সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা বিমানবন্দরে হানা দেয় ইডির তদন্তকারী আধিকারিকরা ৷ তাঁরা জানতে পারেন, হংকং থেকে কলকাতা আসছেন অভিযুক্ত দীপক কুলকার্নি। চোকসির হংকংয়ের ভুয়ো ফার্মের অধিকর্তা ছিলেন দীপক। যার জেরে তাঁর বিরুদ্ধে একাধিক লুক আউট নোটিশ জারি ছিল। এয়ারপোর্টে পা রাখতেই পাকড়াও করা হয় ব্যবসায়ী দীপক কুলকার্নিকে।
Deepak Kulkarni, an associate of #MehulChoksi has been arrested by the Enforcement Directorate in Kolkata after he landed at the airport from Hong Kong. Kulkarni was the director of Choksi’s dummy firm in Hong Kong. A Look Out Circular was issued against him by ED and CBI earlier pic.twitter.com/AJxfhr695c
— ANI (@ANI) 6 November 2018
প্রসঙ্গত, পাঞ্জাব ন্যাশানাল ব্যাংকের লোন নিয়ে প্রতারণা, আর্থিক প্রতারণা মামলায় অন্যতম অভিযুক্ত নীরব মোদী। প্রায় ১১ হাজার ৩০০ কোটি টাকা জালিয়াতি করে পলাতক নীরব মোদী। তদন্তকারী অফিসারদের মতে, দীপক কুলকার্নিকে জেরা করে উঠে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য।