Friday, May 17, 2024
Latestদেশ

বিশ্বভারতীর বাংলাদেশি শিক্ষার্থীকে ভারত ছাড়ার নোটিস দিল কেন্দ্র

কলকাতা: বিশ্বভারতীতে অধ্যয়নরত বাংলাদেশের এক শিক্ষার্থীকে ভারত ছাড়ার নোটিস দিল কেন্দ্র। ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রশন অফিস (এফআরআরও) জানিয়েছে, ঐ শিক্ষার্থীর বিরুদ্ধে ভারতবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে।

তার বিরুদ্ধে অভিযোগ, এনআরসি ও সিএএ বিরোধী বিক্ষোভে তিনি বন্ধুদের পাশে ছিলেন। তাই তাকে দেশে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বভারতীর শিল্প সদনের ডিজাইন ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্রী আপসারা মিম। সে বাংলাদেশ থেকে বিশ্বভারতীতে এসেছেন পড়াশোনা করার জন্য।

এফআরআরও চিঠিতে সাফ জানিয়েছে, একজন বিদেশি হয়ে ভিসার যে আইন রয়েছে আইন মানেননি। একজন বিদেশি হয়ে  সরকার বিরোধী আন্দোলন করতে দেখা গিয়েছে তাকে। সেই কারণেই ওই ছাত্রীকে ভারত ছাড়ার নোটিস পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সিএএ বিরোধী বিক্ষোভ দেখানোয় এর আগে ভারত ছাড়তে হয়েছে মাদ্রাজ আইআইটির পদার্থবিদ্যার স্নাতকোত্তর স্তরে পাঠরত জার্মান ছাত্র জ্যাকব লিন্ডেলথালকে। নরওয়ের এক নারী পর্যটক জন মেট জোহানসনকেও ফেরত পাঠায় কেন্দ্রীয় সরকার।