Friday, May 17, 2024
রাজ্য​

বুধবার দুপুরে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইয়াস

কলকাতা: শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas)। বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িতে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটি। এরপর উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার সকালে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানবে। বুধবার দুপুরেই পারাদ্বীপ ও সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে ইয়াস।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার ঘণ্টায় ১৫৫-১৬৫ কিমি বেগে আছড়ে পড়তে পারে ইয়াস। সর্বোচ্চ বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিমি। মঙ্গলবার এটির গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। মঙ্গলবার অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর ইয়াসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৩৫-১৪৫ কিমি। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৬০ কিমি।

আবহবিদদের মতে, গত বছরের ঘূর্ণিঝড় আমফানের থেকে দাপট কম হবে ইয়াসের। এই ঘূর্ণিঝড়ের নাম রেখেছে ওমান। ইয়াস শব্দের মানে হলো দুঃখ। পার্সি ভাষা থেকে এটি এসেছে।