Wednesday, May 15, 2024
কলকাতা

কাকদ্বীপে সিপিএম কর্মী ও তাঁর স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কাকদ্বীপ: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের নামখানা ব্লকের বুধাখালি গ্রাম পঞ্চায়েত এলাকার দুই সক্রিয় সিপিএম কর্মী দেবু দাস এবং তাঁর স্ত্রী উষা দাসকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুদাখালি গ্রাম পঞ্চায়েতে তাঁদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় তৃণমূলের একদল দুষ্কৃতীরা বলে অভিযোগ। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় স্বামী-স্ত্রীর। নিহত দেবু দাস-ঊষা দাস। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল।

অভিযোগ, রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ গ্রামে ঢোকে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী। গ্রাম জুড়ে তাণ্ডব চালাতে চালতে তারা দেবু-উষাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। ঘুমের মধ্যেই কার্যত বেঘোরে ঝলসে মৃত্যু হয়েছে স্বামী-স্ত্রী দু’জনেরই।

মৃত দম্পতির ছেলে দীপঙ্কর দাসের জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই তাঁদের উপর সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার চাপ আসছিল। এমনকি ভোটে সিপিএমের হয়ে কাজ বন্ধ না করলে খুনের হুমকিও দেওয়া হয় বলেও জানান দীপঙ্কর দাস।

এই মর্মান্তিক ঘটনায় খবর ছড়িয়ে পড়তেই বামকর্মী মহলে চাপা আতঙ্কের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। দম্পতির অগ্নিদগ্ধ মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকেন সিপিএম কর্মী-সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে ঘটনাস্থলে যায় কাকদ্বীপ থানার পুলিশ। তৃণমূল অবশ্য এই পুড়িয়ে মারার অভিযোগ পুরোপুরি অস্বীকার করছে। তাদের দাবি, এই অগ্নিকাণ্ডের সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই।