Tuesday, July 16, 2024
দেশ

পুলিশের সামনেই পিস্তল হাতে ছাপ্পা, অভিযুক্ত তৃণমূল

জগদবল্লভপুর: আজ সোমবার এক দফায় রাজ্যজুড়ে চলছে পঞ্চায়েত নির্বাচন ৷ ভোটের দামামা বেজে ওঠার পর থেকেই উত্তপ্ত গোটা রাজ্য। এবার বুথে ঢুকে ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জগদবল্লভপুর পঞ্চায়েত সমিতির রামেশ্বরপুর ১৫০ নম্বর বুথের ঘটনা।

ভিডিওতে দেখা যাচ্ছে, দু’জন ব্যক্তি বুথে ঢুকে একের পর এক ব্যালট পেপারে ছাপ মেরে বাক্সে ঢুকিয়ে দিচ্ছে। সশস্ত্র পুলিশের সামনেই চলছে এসব। সিভিক ভলান্টিয়ারের পোশাকে অন্য একজনকেও দেখা গেছে বুথের ভিতর। কিন্তু ছাপ্পা বন্ধে তাদের কোনও উদ্যোগই নিতে দেখা যায়নি। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজন প্রকাশ্যে ওই বুথে এভাবে ছাপ্পা দিচ্ছে। তাদের কর্মীরা বাধা দিতে গেলে মারধর করার অভিযোগ উঠেছে।

অন্যদিকে কোচবিহারের গোপালপুরেও ছাপ্পা দেওয়ার ঘটনা ঘটে। অভিযোগ, গোপালপুরের একটি বুথে ‘ছাপ্পা’ ভোট দিচ্ছিল দুষ্কৃতীরা। এঘটনা দেখতে পেয়ে প্রতিবাদ করেন দুলাল ভৌমিক নামে এক ব্যক্তি। এরপরই তাঁর সঙ্গে বচসা বাঁধে অভিযুক্তদের। বচসার জেরে গুরুতর আঘাত পান দুলালবাবু। পরে তাঁর মৃত্যু হয়।

প্রসঙ্গত, উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জেলা থেকেই আসছে সংঘর্ষ, হামলা, বোমাবাজি, প্রাণহানির খবর। এখনও পর্যন্ত এবারের পঞ্চায়েত ভোটে মৃত্যু হল ৭ জনের। উত্তর ২৪ পরগনার আমডাঙায় বোমাবাজিতে মৃত্যু এক সিপিএম কর্মীর, নদীয়ার শান্তিপুরে গণপিটুনিতে মৃত্যু এক দুষ্কৃতীর, দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল কর্মীর, মুর্শিদাবাদের বেলডাঙায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বিজেপি কর্মীর, নদীয়ার নাকাশিপাড়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল কর্মীর।