Sunday, September 15, 2024
দেশ

এক দেশে ২ রকমের আইন কিভাবে চলতে পারে? দেশ এক, জাতীয় পতাকা এক, আইনও এক হওয়া জরুরি: মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোপালে এক জনসভায়, ভারতে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) লাগুর পক্ষে সওয়াল করলেন।

প্রধানমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টও ইউসিস বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। তবে ইউসিসি নিয়ে ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করছে বিরোধীরা বলে অভিযোগ করেন মোদী।

প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন, একাধিক সেট আইনের সাথে একটি দেশ চালানো অবাস্তব। সংবিধানে বর্ণিত সমান অধিকারের গুরুত্বের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। যারা ইউসিসির বিরোধিতা করছে তারা জাতির কল্যাণের চেয়ে নিজেদের রাজনৈতিক ফায়দাকে প্রাধান্য দিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘ইউসিসির নামে জনগণকে উস্কে দেওয়া হচ্ছে। দেশে ২টি আইন কিভাবে চালানো যায়? সংবিধানও সমান অধিকারের কথা বলে…সুপ্রিম কোর্টও ইউসিসিকে বাস্তবায়ন করতে বলেছে।’

মোদী বলেন, “আমাদের পাশমান্দা মুসলিম ভাই-বোনদের জীবন নরকে পরিণত করেছে যারা ভোট ব্যাংকের রাজনীতি করে। তারা সংগ্রামের জীবন যাপন করে, তবুও কেউ তাদের কথা শোনে না। তারা ব্যাপক বৈষম্যের সম্মুখীন হয়েছে, কিন্তু এই বিষয়ে কোন বিতর্ক হয়নি। আজও, পাসমান্ডা মুসলমানদের সমান অংশ দেওয়া হয় না এবং প্রায়শই তাদের অস্পৃশ্য হিসাবে গণ্য করা হয়।”

প্রধানমন্ত্রী এই মন্তব্য এমন সময়ে করেছেন যখন অভিন্ন নাগরিক বিধিকে ঘিরে আলোচনা জোরদার হয়েছে। দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা নিয়ে জনমত গ্রহণ করতে গত ১৪ জুন বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। আগামী ৩০ দিনের মধ্যে ধর্মীয় সংগঠন ও সাধারণ মানুষের কাছ থেকে মতামত জানতে চাওয়া হয়েছে।