Thursday, May 16, 2024
দেশ

মোদীর নেতৃত্বে চিনের বিরুদ্ধে করোনা এবং লাদাখ দুই যুদ্ধেই জিতবে ভারত: অমিত শাহ

নয়াদিল্লি: চিনের উহান থেকে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত মার্চ থেকে কঠিন লড়াইয়ের মুখোমুখি ভারত। করোনার প্রকোপ শুরু হতেই ঘরবন্দি দেশবাসী। একে জম্মু-কাশ্মীর সীমান্তে জঙ্গি হানার মাঝেই উত্তপ্ত লাদাখে ভারত-চিন সীমান্ত। গত ১৫ জুন রাতে সংঘর্ষে শহিদ হয়েছেন ২০ জন ভারতীয় সেনা। এরপর থেকে উত্তেজনা বেড়েই চলেছে। এদিকে বাড়ছে করোনার দাপটও। এই পরিস্থিতিতে দেশবাসীকে করোনা এবং লাদাখ ইস্যুতে চিনের বিরুদ্ধে যুদ্ধজয়ের আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সংবাদসংস্থা এএনআইকে রবিবার অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই করোনা এবং লাদাখ দুই যুদ্ধই জয় করবে ভারত। এদিকে, করোনা, লাদাখ ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে প্রতিনিয়ত আক্রমণ করে চলেছে কংগ্রেস৷ এপ্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার সব বিষয় নিয়েই সংসদে আলোচনা করতে প্রস্তুত৷

অমিত শাহ জানান, খুব শ্রীঘ্রই সংসদ শুরু হবে৷ সেখানে সীমান্ত সমস্যা নিয়েও আলোচনা করতে রাজি সরকার৷ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আলোচনা করতে ভয় পায় না৷ ১৬৬২ থেকে আজ পর্যন্ত চিনের সঙ্গে যতবার সংঘাত হয়েছে, তা নিয়ে বিরোধীরা চাইলেই আলোচনা করতেই পারে৷ কিন্তু সীমান্তে যখন সেনা জওয়ানরা সংঘর্ষ করছেন এবং সরকারও কড়া অবস্থান নিয়েছে, সেই সময় কারওরই এমন কোনও বিবৃতি দেওয়া উচিত নয়, যাতে চিন এবং পাকিস্তান খুশি হয়৷

অমিত শাহ বলেন, কংগ্রেস এবং রাহুল গান্ধীর ভেবে দেখা উচিত। রাহুলের ব্যবহার করা #SurenderModi (সারেন্ডার মোদী) হ্যাশট্যাগ এখন চিন এবং পাকিস্তান ব্যবহার করছে। ভারত-বিরোধী কার্যকলাপ রুখে দেওয়ার ক্ষমতা সরকারের আছে। কিন্তু কংগ্রেসের মতো এত বড় রাজনৈতিক দলের প্রাক্তন সভাপতির এই ধরনের আচরণ বেদনাদায়ক।

স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, কংগ্রেস এবং রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে যা যা বলছেন, চিন এবং পাকিস্তানে সেগুলি ভারত বিরোধী প্রচারে কাজে লাগাচ্ছে৷ দেশের সংকটের সময়ে এমন মন্তব্য করা ঠিক কি নয় বলে জানান অমিত শাহ৷

করোনা প্রসঙ্গে অমিত শাহ বলেন, ভারত সরকার করোনার বিরুদ্ধে যথেষ্ট ভালোভাবেই লড়াই করে চলেছে। আমি রাহুল গান্ধীকে কখনই পরামর্শ দিতে চাই না। এটা ওনার দলের কাজ। অনেকেই ভালো কাজেও খারাপ খুঁজে বেরান। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, করোনাযুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় ভারত অনেকটাই ভালো জায়গায় রয়েছে।