Monday, April 29, 2024
কলকাতা

লাদাখ ইস্যুতে চিনা নাগরিকদের জন্য ‘নো এন্ট্রি’ বোর্ড ঝোলালো কলকাতার হোটেল

কলকাতা: লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনার সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় জওয়ানের শহিদ হওয়ার পরে গোটা দেশ জুড়ে ‘বয়কট চিন’ ধ্বনি জোরদার হচ্ছে। সমস্ত চিনা পণ্য বয়কটের ডাক দিয়েছে সর্বভারতীয় বণিক সংগঠন। এবার চিন বিরোধী আবহে চিনা নাগরিকদের জন্য হোটেলের দরজা বন্ধ করল কলকাতা।

চিনা নাগরিকরা কলকাতার পার্ক স্ট্রিট, রয়েড স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিটে বেশিরভাগই উঠে থাকেন। লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষের জেরে তাদের বন্ধ হয়ে গেল কলকাতার একাধিক হোটেলের দরজা। পার্ক ইন, গ্রীন ভিউ, প্রেসিডেন্সি ইন, আকাশগঙ্গা সহ একাধিক হোটল চিনা নাগরিকদের জন্য ‘নো এন্ট্রি’ বোর্ড ঝুলিয়েছে।

পার্ক ইন হোটেলের মালিক ইশতিয়াক আহমেদ বলেন, সীমান্তে আমাদের সেনা জওয়ানদের ওপর চিনা সেনারা হামলা চালাবে! আর আমরা ওদের হোটেলে ওয়েলকাম জানাব, এটা হতে পারে না। আমাদের হোটেলের দরজা আজ থেকে চিনাদের জন্য বন্ধ।

মির্জা গালিব স্ট্রিটের প্রেসিডেন্সি ইন, ফ্রি স্কুল স্ট্রিটের হোটেল বেঙ্গলও একই সিদ্ধান্ত নিয়েছে। হোটেলের প্রবেশদ্বার এবং রিসেপশনে টানিয়ে দেওয়া হয়েছে, CHINESE BOARDERS ARE NOT ALLOWED!

এ প্রসঙ্গে প্রেসিডেন্সি ইন হোটেলের ম্যানেজার রাজা এবং হোটেল বেঙ্গলের মালিক সাব্বির আহমেদ বলেন, আর্থিক ক্ষতি হলে হবে। কিন্তু চিনাদের সঙ্গে কোন ব্যবসায়িক সম্পর্কে নেই। ওদের হোটেলে জায়গা দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।

উল্লেখ্য, সম্প্রতি চিনা নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে দিল্লির হোটেল ও গেস্টহাউজ। দিল্লি হোটেল ও রেস্তোরাঁ মালিক সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে। বাজেট হোটেলের সংগঠন DHROA এই ঘোষণা দিয়েছে। তাঁদের আওতায় আছে ৩০০০টি বাজেট হোটেল ও গেস্টহাউস।